পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পড়ুয়াদের ফি মকুবের দাবিতে বিক্ষোভ SFI-এর

শিক্ষাক্ষেত্রে ফি মকুব সহ একাধিক দাবিতে আজ দুপুরে বারাসতে বিক্ষোভ দেখায় SFI ৷

Agitation of SFI
পড়ুয়াদের ফি মকুবের দাবিতে বিক্ষোভ SFI-এর

By

Published : Jul 4, 2020, 5:46 AM IST

বারাসত, 3 জুলাই : লকডাউনের জেরে পড়ুয়াদের সমস্যা সমাধানে রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ । এই অভিযোগে বারাসতের 34 নম্বর জাতীয় সড়কে শিক্ষামন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখাল SFI ৷

লকডাউনের জেরে বন্ধ রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ৷ স্তব্ধ পঠনপাঠনও । একই অবস্থা বিভিন্ন বেসরকারি স্কুলেরও । দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় এমনিতেই পড়ুয়াদের একাংশ পাঠক্রম নিয়ে বিপাকে পড়েছেন । তার উপর বিভিন্ন খাতে ফি মেটানো নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় রয়েছেন দুস্থ পড়ুয়ারা । এই পরিস্থিতিতে বাম ছাত্র সংগঠন চাইছে বিভিন্ন সেশন ও হস্টেল ফি মকুব করে দেওয়া হোক । বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও বাড়তি ফি নেওয়া চলবে না ।

এই সব দাবিতে আজ দুপুরে বারাসতের জাতীয় সড়কে বিক্ষোভে দেখায় SFI ৷ বারাসত শহরে মিছিল করে সংগঠনের কর্মী-সমর্থকরা কলোনি মোড়ে 34 নম্বর জাতীয় সড়কে এসে হাজির হন । এরপর সেখানেই শিক্ষামন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান তাঁরা । চলে পথ অবরোধও । এর জেরে জাতীয় সড়কে যানচলাচল ব্যাহত হয় । খবর পেয়ে বারাসত থানার পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।

এই বিষয়ে SFI-র রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "লকডাউনের জেরে তিন মাস ধরে মানুষ রোজগারহীন ৷ আমরা চাই স্কুল ও কলেজের ফি মুকুব করা হোক । দরকার পড়লে সরকার প্যাকেজ ঘোষণা করুক । শিক্ষাক্ষেত্রে সাবসিডি বাড়াক ৷"

এদিকে, SFI-র এই আন্দোলনকে কটাক্ষ করেছে শাসকদলের ছাত্র সংগঠন । TMCP-র এক নেতার কথায়,"বাম আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কী অবস্থা ছিল তা অজানা নয় কারোরই ৷ এককথায় শিক্ষা প্রতিষ্ঠান গুলো SFI-র টাকা কামানোর আখড়া হয়ে উঠেছিল । পড়ুয়াদের স্বার্থের কথা কখনই ভাবেনি ওরা । এখন কোরোনা আবহে লোক দেখানো আন্দোলন করতে পথে নেমেছে ।"

ABOUT THE AUTHOR

...view details