পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তর 24 পরগনায় হবে 2টি কোরোনা হাসপাতাল

আয়তন ও জনসংখ্যার কারণে উত্তর ২৪ পরগনাকে দুটি স্বাস্থ্য জেলায় ভাগ করা হয়েছে । সেই মতই কোরোনা রুখতে এবার উত্তর ২৪ পরগনায় দুটি স্বতন্ত্র কোরোনা হাসপাতাল গড়ে তোলা হয়েছে ।

ছবি
ছবি

By

Published : Mar 30, 2020, 11:57 PM IST


বারাসত, 30 মার্চ: কোরোনা মোকাবিলায় বাড়তি সতর্কতা রাজ্য স্বাস্থ্য দপ্তরের । উত্তর ২৪ পরগনায় দুটো স্বতন্ত্র কোরোনা হাসপাতাল করা হচ্ছে । সেই সঙ্গে নতুন হাসপাতালে কোরোনা রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় উপকরণও রাখা হচ্ছে । রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, কলকাতা বাদে রাজ্যের সব জেলাতেই এরকম একটি করে কোরোনা হাসপাতাল করা হচ্ছে ।

সোমবার রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে রাজ্যের সব জেলা শাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিককে একটি করে কোরোনা হাসপাতাল চালু করার নির্দেশ দেওয়া হয়েছে । বিকেলে ভিডিয়ো কনফারেন্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলা শাসকদের সঙ্গে জরুরি বৈঠক করেন । সেখানে কোরোনা মোকাবিলায় জরুরি কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে । আয়তন ও জনসংখ্যার কারণে উত্তর ২৪ পরগনাকে দুটি স্বাস্থ্য জেলায় ভাগ করা হয়েছে আগেই । বারাসত ও বসিরহাট । রাজ্য সরকার বারাসত ও বসিরহাট দুই স্বাস্থ্য জেলাতেই দুটো আলাদা কোরোনা হাসপাতাল করতে নির্দেশ দিয়েছে । ওই দুই হাসপাতাল কোথায় করা হবে তা অবশ্য এখনও ঠিক হয়নি । বারাসত সদর হাসপাতাল বা বসিরহাট জেলা হাসপাতালে তা করা যায় কি না সে ব্যাপারে জানতে চাওয়া হলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক তপন সাহা জানান, প্রাথমিকভাবে ফাঁকা জায়গা বেছে এই কোরোনা হাসপাতাল করা হবে। ভিড় থাকে তেমন জায়গা বাছাই করা হবে না । সেক্ষেত্রে অনুমান করা হচ্ছে, গ্রামীণ কোনও হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে কোরোনা হাসপাতাল করা হতে পারে ।

এই বিষয়ে জেলাশাসক চৈতালি চক্রবর্তী বলেন, " আমাদের জেলায় কোরােনা হাসপাতাল তৈরির প্রস্তুতি চলছে । তবে আমরা এখনই সবটা বলতে পারছি না ।"

এতদিন রাজ্যে কোরোনা রোগীর নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক কিট ছিল না । তাই কোরোনা সন্দেহভাজন হলেও সবাইকে পরীক্ষা করা যায়নি । কিন্তু এখন কিটের জোগান স্বাভাবিক হচ্ছে । তাতে কোরোনা রোগীর সংখ্যা বাড়ার ইঙ্গিত রয়েছে । তড়িঘড়ি কোরোনা হাসপাতাল চালু করে পরিস্থিতি মোকাবিলা করতে চাইছে রাজ্য সরকারও ।

ABOUT THE AUTHOR

...view details