ব্যারাকপুর, 2 সেপ্টেম্বর : BJP-র ডাকা বনধে বিক্ষিপ্ত অশান্তি ব্যারাকপুরে ৷ বনধ ঘিরে ফের BJP-তৃণমূল সংঘর্ষ হয় ৷ জখম হন সাত BJP কর্মী ৷
গতকাল সাংসদ অর্জুন সিংয়ের উপর হামলার প্রতিবাদে BJP কর্মী-সমর্থকরা 12 ঘণ্টার বনধ ডাকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে ৷ আজ সকাল থেকেই বনধের সমর্থনে ব্যারাকপুর ঘোষপাড়া রোডের বিভিন্ন এলাকায় অবরোধ করে বনধ সমর্থনকারীরা ৷ ব্যারাকপুর ব্রিজের সামনেও বনধের সমর্থনে অবরোধ চলে ৷ বনধের প্রতিবাদে সরব হয়ে রাস্তায় নামে তৃণমূল ৷ তখনই দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ৷ জখম হন সাত BJP কর্মী ৷ তাঁদের ব্যারাকপুর BN বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অশান্তি এড়াতে এলাকায় টহল দিচ্ছে পুলিশ ৷ অন্যদিকে, শ্যামনগর পোস্ট অফিসের মোড়েও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বনধ সমর্থনকারীরা ৷ পুলিশ পথ অবরোধ তুলতে এলে তাদের সঙ্গে BJP কর্মী-সমর্থকদের হাতাহাতি হয় ৷ এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজন অবরোধকারীকে আটক করে ৷
আরও পড়ুন : BJP-র ডাকা বনধের প্রভাব; ব্যারাকপুরে বন্ধ জুটমিল, রেল অবরোধ
হাসপাতালে জখম BJP কর্মীরা অশান্তি এড়াতে এলাকায় চলছে পুলিশি টহল ৷ BJP নেতৃত্বের দাবি, মানুষ স্বতঃস্ফূর্তভাবেই বনধে সামিল হয়েছেন ৷ BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভানেত্রী ফাল্গুনি পাত্র বলেন, "গতকালের ঘটনার প্রতিবাদে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বনধে সামিল হয়েছেন ৷ দোকানপাট বন্ধ রয়েছে ৷ বারবার করে BJP-র কর্মী, বিধায়ক, সাংসদরা প্রশাসন ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন ৷ তাই গণতান্ত্রিক পদ্ধতিতে বনধ বা আন্দোলন ছাড়া অন্য কোনও হাতিয়ার আমাদের নেই ৷" পাশাপাশি বনধের সমর্থনে সকাল ছ'টা থেকে কাঁকিনাড়া স্টেশনে এক নম্বর লাইনে আপ ট্রেন আটকে রেল অবরোধ করে BJP কর্মী-সমর্থকরা ৷ যার জেরে শিয়ালদা-রানাঘাট মেইন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় ৷ পড়ে রেল অবরোধ তুলে নেয় BJP কর্মী-সমর্থকরা ৷
BJP-র ডাকা বনধে জুটমিলগুলোও সামিল হয়েছে ৷ ভারতীয় মজদুর সংঘের রাজ্য সম্পাদক সঞ্জয় কুমার শা বলেন, "গতকাল অর্জুন সিংয়ের উপর হামলার প্রতিবাদে জুটমিলগুলো 24 ঘণ্টা বন্ধ থাকবে ৷ শ্রমিকরাই স্বতঃস্ফূর্তভাবেই বনধে সামিল হয়েছেন ৷ 12টি জুটমিলই বন্ধ রয়েছে৷ "
গতকাল শ্যামনগরে দলীয় কার্যালয় দখল ঘিরে BJP-তৃণমূল সংঘর্ষ হয় ৷ এই ঘটনার প্রতিবাদে সার্কাস মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় BJP-র কর্মী-সমর্থকরা ৷ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে BJP-র কর্মী-সমর্থকদের খণ্ডযুদ্ধ বাধে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ৷ এলাকায় বোমাবাজিও হয় ৷ অভিযোগ, লাঠির ঘায়ে মাথা ফাটে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিংয়ের ৷ এই ঘটনার প্রতিবাদেই আজ শিল্পাঞ্চলে 12 ঘণ্টা বনধ ডাকে BJP ৷