সন্দেশখালি, 5 জুলাই : সন্দেশখালিতে সংঘর্ষের ঘটনায় মৃত BJP কর্মীদের শ্রদ্ধার্ঘে সন্দেশখালি দিবস পালনের ডাক দিলেন BJP নেতা সায়ন্তন বসু । আজ ন্যাজাটের সভা থেকে তিনি বলেন, "আমরা প্রতিবছর 8 জুন সন্দেশখালি দিবস পালন করব ।" সেইসঙ্গে তৃণমূলকে তাঁর হুঁশিয়ারি, "চোখ তুলে তাকালে চোখ উপড়ে নেব । কিন্তু, আমরা সেটা করতে চাই না । তাই, BJP কর্মীদের খুনের চেষ্টা করবেন না ।"
আজ ন্যাজাটের রাইসমিল মাঠের সভা থেকে মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন সায়ন্তন । বলেন, "তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ মিলিয়ে নতুন রাষ্ট্র তৈরি করতে চায় । আর মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করতে চায় । কিন্তু, BJP কর্মীরা যতদিন জীবিত আছে ততদিন এটা হতে দেব না ।" তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করে সায়ন্তন বলেন, "মমতা না হয়ে দানবের মতো আচরণ করবে সেটা কে বুঝতে পেরেছে ? জনগণ সব বুঝছে । বেশিদিন নেই । জনগণ মমতার সরকারকে পরাজিত করবে ।"