পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চোখের বদলা চোখ : সায়ন্তন - threat

ন্যাজাটের সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন সায়ন্তন বসু । বললেন, "চোখ তুলে তাকালে চোখ উপড়ে নেব ।"

ফাইল ফোটো

By

Published : Jul 5, 2019, 7:19 PM IST

Updated : Jul 5, 2019, 7:42 PM IST

সন্দেশখালি, 5 জুলাই : সন্দেশখালিতে সংঘর্ষের ঘটনায় মৃত BJP কর্মীদের শ্রদ্ধার্ঘে সন্দেশখালি দিবস পালনের ডাক দিলেন BJP নেতা সায়ন্তন বসু । আজ ন্যাজাটের সভা থেকে তিনি বলেন, "আমরা প্রতিবছর 8 জুন সন্দেশখালি দিবস পালন করব ।" সেইসঙ্গে তৃণমূলকে তাঁর হুঁশিয়ারি, "চোখ তুলে তাকালে চোখ উপড়ে নেব । কিন্তু, আমরা সেটা করতে চাই না । তাই, BJP কর্মীদের খুনের চেষ্টা করবেন না ।"

আজ ন্যাজাটের রাইসমিল মাঠের সভা থেকে মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন সায়ন্তন । বলেন, "তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ মিলিয়ে নতুন রাষ্ট্র তৈরি করতে চায় । আর মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করতে চায় । কিন্তু, BJP কর্মীরা যতদিন জীবিত আছে ততদিন এটা হতে দেব না ।" তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করে সায়ন্তন বলেন, "মমতা না হয়ে দানবের মতো আচরণ করবে সেটা কে বুঝতে পেরেছে ? জনগণ সব বুঝছে । বেশিদিন নেই । জনগণ মমতার সরকারকে পরাজিত করবে ।"

বাংলাদেশ থেকে আগত হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে বলে ফের একবার ঘোষণা করেন সায়ন্তন । বলেন, "BJP হিন্দু-মুসলিমে ভেদাভেদ করে না । এখানে সবাই থাকবে । বাংলাদেশ থেকে আগত হিন্দুদের থাকতে দেব । তারা উদ্বাস্তু । তারা নাগরিকত্ব পাবে । ওপার বাংলা থেকে আগত মুসলিমদের আমরা স্থান দিতে পারি না । কেন ওরা এখানে আসবে ? এর জন্য যদি মমতা ব্যানার্জি আমাদের সাম্প্রদায়িক বলেন তাহলে আমরা হাজারবার সাম্প্রদায়িক ।"

এদিকে, সন্দেশখালিতে রাজনৈতিক সংঘর্ষের পর থেকে এখনও নিখোঁজ দেবদাস মণ্ডল নামে এক BJP কর্মী । এপ্রসঙ্গে সায়ন্তন বলেন, "আগামী সাতদিনের মধ্যে ওকে খুঁজে না পেলে আমরা ন্যাজাট থানা ঘেরাও করব ।"

Last Updated : Jul 5, 2019, 7:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details