পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোনাচোর অভিষেক লিখে পোস্টার দিলে কি কোনও মূল্য আছে ? প্রশ্ন সায়ন্তনের

প্রার্থী ঘোষণার পর থেকে বেশ কয়েকটি আসনে প্রার্থী নিয়ে BJP-র অন্দরে অসন্তোষ প্রকাশ পায়। বহিরাগত তকমা দিয়ে সায়ন্তন বসুর বিরুদ্ধে বসিরহাটে পোস্টার পড়ে। এইসব পোস্টারকে যে তিনি একেবারেই পাত্তা দিচ্ছেন না, তা জানিয়ে দিলেন সায়ন্তন বসু।

সায়ন্তন বসু

By

Published : Apr 7, 2019, 4:03 AM IST

Updated : Apr 7, 2019, 7:06 AM IST

বসিরহাট, 7 এপ্রিল : প্রার্থী ঘোষণার পর থেকে বেশ কয়েকটি আসনে প্রার্থী নিয়ে BJP-র অন্দরে অসন্তোষ প্রকাশ পায়। বহিরাগত তকমা দিয়ে সায়ন্তন বসুর বিরুদ্ধে বসিরহাটে পোস্টার পড়ে। পোস্টারে স্থানীয় কাউকে প্রার্থী করার দাবি জানানো হয়। প্রচারে বেরিয়ে এইসব পোস্টারকে যে তিনি একেবারেই পাত্তা দিচ্ছেন না, তা জানিয়ে দিলেন সায়ন্তন বসু।

শুনুন বক্তব্য

গতকাল দুপুরে বসিরহাটের সাইপালা, SN মজুমদার রোডে প্রচার করেন সায়ন্তন বসু। প্রচারের ফাঁকেই তিনি পোস্টার বিতর্কে বলেন, "আমি কাল বসিরহাটজুড়ে 5000 পোস্টার মেরে দেব। তাতে লেখা থাকবে সোনাচোর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেক বের করে দিতে হবে। ওই সব পোস্টারের কোনও মূল্য আছে?"

দলীয় কোন্দল নিয়ে তিনি বলেন, "কিছু পোস্টার ছাপল বা কয়েকজন বিরোধিতা করল, সেটা গোষ্ঠীদ্বন্দ্ব হয় না। যারা করছে, তাদের আমি চিনি না।"

---

Last Updated : Apr 7, 2019, 7:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details