বরানগর (উত্ত 24 পরগনা), 1 অগস্ট : সাসংদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন, এমনকি রাজনীতিকেও আলবিদা জানাচ্ছেন ৷ গতকাল সোশ্যাল মিডিয়ায় এমনই একটি পোস্ট করে রাজ্য রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় (BABUL SUPRIYO) ৷ আর সেই নিয়েই এবার নানা আলোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে ৷ এক বিধানসভা ভোটে হেরেই কি আত্মবিশ্বাস হারিয়ে ফেললেন বাবুল? প্রশ্ন একাধিক ৷ তবে, বাবুলের এই সরে যাওয়ায় খুব একটা অবাক নন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Ray) এবং বিধায়ক তাপস রায় (Tapas Ray)৷
সৌগত রায়ের মতে, বিধানসভা ভোটে হারের পর বাবুল সুপ্রিয় (BJP) বিজেপির মধ্যেই কোণঠাসা হয়ে গিয়েছিলেন ৷ এমনকি মোদির মন্ত্রিসভায় গুরুত্ব হারিয়েছিলেন তিনি ৷ ফলে মন্ত্রিত্বও হাতছাড়া হয় ৷ রাজনীতিতে একের পর এক ধাক্কা নেওয়ার মতো দৃঢ়তা বাবুলের মধ্যে নেই ৷ পাশাপাশি দিলীপ ঘোষের সঙ্গে বাবুল সুপ্রিয়’র সম্পর্ক ভাল নয় বলেই বিজেপিতে তাঁর থাকা আরও দুর্বিসহ হয়ে গিয়েছে বলেই মনে করেন সাংসদ সৌগত রায় ৷