বারাসত, 29 মে : "ফলাফলের আগে কেউ কেউ বলেছিলেন, পচা আলুকে সরিয়ে রাখতে হয় । তখন আমার মনে হয়েছিল আমিই হয়তো পচা আলু । ফলের পরে দেখলাম যে, পচা আলুই উতরে দিল । আর যারা টাটকা আলু তারা হড়কে গেল । লুচিতে পচা আলুই ভালো কাজ দিল । একটু পচা আলু দিয়ে তরকারি করলে বোধহয় তার স্বাদটা ভালো হয় ।" আজ বারাসতের বিশেষ আদালতে একটি মামলার হাজিরা দিতে গেছিলেন রাজারহাট-নিউটাউন এলাকার তৃণমূল নেতা সব্যসাচী দত্ত । সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাম না করে ঠিক এই ভাষাতেই সুজিত বোসকে কটাক্ষ করলেন তিনি ।
টাটকা আলু হড়কে গেল, পচা আলুই কাজ দিল : সব্যসাচী - tmc
গেছিলেন বারাসতের বিশেষ আদালতে পুরোনো মামলার হাজিরা দিতে । সেখানে নাম না করে সুজিত বোসকে কটাক্ষ করলেন সব্যসাচী দত্ত । বললেন, "ফলের পরে দেখলাম যে, পচা আলুই উতরে দিল ।"
সুজিত বোসের নাম না করে তিনি আরও বলেন, "উনি তো বারাসত লোকসভা কেন্দ্রের কান্ডারি ছিলেন । মানুষের ভোট, মানুষের রায় । শুধু সাইরেন বাজিয়ে ঘুরে বেড়ালে যা হয় । উনি তো নিজের ওয়ার্ডেই জিততে পারেননি । যিনি নিজের ওয়ার্ডে জিততে পারেন না, তিনি সারা বাংলার নেতা হন । এখন এটাই ট্রেন্ড । আগামী দিনে উনি অল ইন্ডিয়া লিডার হবেন ।"
সম্প্রতি বিধাননগরে "নবজাগরণ মঞ্চ" গঠিত হয়েছে । এই মঞ্চে রয়েছেন সব্যসাচী দত্ত । মঞ্চের প্রস্তুতি বৈঠক হয়েছে। এই মঞ্চের সদস্যরা বলেছেন, "এই মঞ্চ রাজ্যের অবহেলিত, নির্যাতিত, পুলিশের দ্বারা আক্রান্ত মানুষের পাশে দাঁড়াবে।" তিনি বলেন, "2011 সালে পরিবর্তনের হোর্ডিংয়ে যারা ছিলেন, তাদের একত্রিত করার চেষ্টা করছি নবগঠিত নবজাগরণ তৈরি করে।"