বারাসত, 30 মে : ফের ঘুরিয়ে রাজ্য প্রশাসনকে কটাক্ষ করলেন বিধাননগর পৌরনিগমের মেয়র তথা রাজারহাট গোপালপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত । আজ বারাসতের বিশেষ আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসেছিলেন তিনি । গত চারদিনে চারবার বিধাননগরের CP বদল হয়েছে । সেই প্রসঙ্গে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন । উত্তরে তিনি বলেন, "যাঁরা করছেন আর যাঁরা হচ্ছেন তাঁরাই ভালো বলতে পারবেন । আমি তো পুলিশ হতে পারিনি । তাই বলতে পারব না । এটা তো মিউজ়িকাল চেয়ার হয়ে গেছে ।"
মিউজ়িকাল চেয়ার হয়ে গেছে, CP বদল প্রসঙ্গে বললেন সব্যসাচী
গত চারদিনে চারবার বিধাননগরের CP বদল হয়েছে । সেই প্রসঙ্গে সাংবাদিকরা আজ বিধাননগর পৌরনিগমের মেয়র তথা রাজারহাট গোপালপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে প্রশ্ন করে । উত্তরে ফের ঘুরিয়ে রাজ্য প্রশাসনকে কটাক্ষ করলেন সব্যসাচী দত্ত ।
CP বদলির কারণ জানতে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাংবাদিকদের যেতে বলেন সব্যসাচী । তিনি বলেন, "আমাকে জিজ্ঞাসা করে পুলিশ প্রশাসন তো বসে না । এটা হোম ডিপার্টমেন্ট বলতে পারবে । কেন বসাচ্ছেন । কী কারণে বসাচ্ছেন । কেন রদবদল হচ্ছে । কি কারণে হচ্ছে । তা হোম ডিপার্টমেন্টই ভালো বলতে পারবে । আমাকে কেউ হোম ডিপার্টমেন্ট সম্পর্কে জিজ্ঞাসা করবেন না । আমিও হোম ডিপার্টমেন্ট সম্পর্কে এক্তিয়ার বহির্ভূত কোনও কথা বলব না ।"
এরপরেই রাজ্যের পুলিশ প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, "পুলিশ উপরতলার আদেশে কাজ করে । তাই পুলিশের ভূমিকা মানুষ সবসময় ভালোভাবে নেয় না ।" পাশাপাশি পুলিশ প্রশাসনের "অত্যাচার"-এর বিরুদ্ধে গড়ে ওঠা নবজাগরণ মঞ্চ নিয়ে তিনি বলেন, "আমি নবজাগরণ মঞ্চ তৈরি করিনি । কাকতালীয়ভাবে আমার ওখানে এই মঞ্চ গঠিত হয়েছে । অরাজনৈতিক ব্যক্তিরা এই মঞ্চের সঙ্গে যুক্ত। তাঁরাই ভালো বলতে পারবেন এই মঞ্চের উদ্দেশ্য । তবে, আমি একজন মানুষ হিসেবে বলতে পারি, যারা আক্রান্ত, যারা নির্যাতিত তাদের পাশে দাঁড়াব ।"