কলকাতা ও দক্ষিণেশ্বর, 4 অক্টোবর: বৃষ্টি মাথায় নিয়েই বুধবার দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে পুজো দিতে এলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত । আরএসএস প্রধানকে অভ্যর্থনা জানাতে এ দিন সকালে মন্দির চত্বরে হাজির ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্থানীয় নেতা থেকে মন্দিরের অছি কমিটির সদস্যরা ।
মন্দির কমিটি সূত্রে খবর, এদিন সকাল প্রায় 8টা নাগাদ আরএসএস-এর সরসংঘচালক মোহন ভাগবতের কনভয় এসে পৌঁছয় দক্ষিণেশ্বর মন্দির চত্বরে । এরপর গাড়ি থেকে নেমে সোজা তিনি ঢুকে যান মন্দিরের ভিতরে । মা ভবতারিণী-কে পুজো দেওয়ার পর এই আরএসএস নেতা রামকৃষ্ণ ও মা সারদার ঘরে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটান । প্রণাম করে আশীর্বাদও চেয়ে নেন ।
এরপর কড়া নিরাপত্তায় বাইরে বেরিয়ে আসেন আরএসএস প্রধান মোহন ভাগবত । তবে, সংবাদমাধ্যমের এই নিয়ে তেমন বিশেষ কিছু বলেননি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান । শুধু তিনি বলেছেন, "এর আগেও এই মন্দিরে আমি এসেছি । এখানে এসে আমি খুব খুশি ৷" এই কয়েকটি শব্দ বলার পরই গাড়িতে উঠে তাঁর কনভয় নিয়ে বেরিয়ে যান মন্দির চত্বর থেকে ।