বসিরহাট, 19 মার্চ :দুষ্কৃতীদের হাতে আক্রান্ত আরপিএফ ৷ শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শিয়ালদহ-হাসনাবাদ শাখার বসিরহাট রেল স্টেশনে (RPF Attacks by Miscreants at Basirhat Rail Station) । গোলমালের সময় গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাস্থল থেকে কার্তুজের একটি খোল উদ্ধার করেছে রেল পুলিশ । আরপিএফের চার জন আহত হয়েছেন (Four RPF Personnel Injured) ৷ দু’জন হাসপাতালে ভর্তি ৷ আহতদের মধ্যে বসিরহাট রেল স্টেশনে আরপিএফের ওসি বিনয় রায়ও রয়েছেন ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বসিরহাট রেল স্টেশনের (Basirhat Rail Station) স্টাফ কোয়ার্টারের সামনে ডিউটি করছিলেন আরপিএফের দুই কনস্টেবল । সেই সময় তাঁদের উপর হঠাৎই চড়াও হয় একদল যুবক । অভিযোগ, তারা 5-6 জন মিলে ওই দুই কর্মরত কনস্টেবলকে বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে । গন্ডগোলের আওয়াজ পেয়ে ঘটনাস্থলে আসে বসিরহাট রেল স্টেশনের আরপিএফের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বিনয় রায় ।
ওই দুই কনস্টেবলকে বাঁচাতে গেলে তিনিও আক্রান্ত হন । তাঁকেও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । দুষ্কৃতীদের মারে তাঁর মাথা ফেটে যায় । মাথা ফাটে আরও এক কনস্টেবলের । ঘটনার পর আরপিএফ ও বসিরহাট জিআরপির পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই যুবকরা শূন্যে গুলি চালিয়ে পালিয়ে যায় ।