পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফণীর আশঙ্কায় ট্রেন বাতিল ; ভাঙচুর, অবরোধ বারাসত স্টেশনে - VANDALIZED

বারাসত স্টেশনে ভাঙচুর চালাল যাত্রীদের একাংশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থানে পুলিশ, RAF ও কমব্যাট ফোর্স ।

স্টেশনে ভাঙচুর

By

Published : May 3, 2019, 7:39 PM IST

Updated : May 3, 2019, 9:37 PM IST

বারাসত, 3 মে : কোনও রকম কারণ না জানিয়ে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন । এই অভিযোগ তুলে বারাসত স্টেশনে ভাঙচুর চালাল যাত্রীদের একাংশ । অবরোধ করা হয় ট্রেনও । পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ, RAF ও কমব্যাট ফোর্স । পরে পুলিশি হস্তক্ষেপে উঠে যায় অবরোধ । চারজনকে আটক করেছে পুলিশ । সাংবাদিকদের হেনস্থার অভিযোগ ।

ঘূর্ণিঝড় ফণীর আশঙ্কায় আজ শিয়ালদা-হাসনাবাদ শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয় । বারাসত স্টেশনে আটকে পড়েন বহু যাত্রী । আগে থেকে রেল কর্তৃপক্ষ জানায়নি । এই অভিযোগ তুলে রেল অবরোধে নামেন যাত্রীদের একাংশ । স্টেশনের কেবিনরুমে ঢুকে চলে ব্যাপক ভাঙচুর । খবর পেয়ে স্টেশনে পৌঁছায় পুলিশ, RAF ও কমব্যাট ফোর্স । পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায় । মোতায়েন রয়েছে পুলিশ ও RAF ।

চলছে ভাঙচুর

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদা-হাসনাবাদ শাখায় আপ ও ডাউন মিলিয়ে মোট 10টি ট্রেন বাতিল করা হয়েছে । সন্ধে 6টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে ।

অবরোধ, ভাঙচুর ঘিরে উত্তাল বারাসত স্টেশন
Last Updated : May 3, 2019, 9:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details