ব্যারাকপুর, 21 মে : গতকালের পর আজও কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ করা হয় । আজ সকাল থেকে স্টেশনের 29 নম্বর রেলগেট অবরোধ করে এলাকার লোকজন । ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয় । ভাঙচুর করা হয় কয়েকটি দোকান ও বাড়ি । ঘটনাস্থানে আসে রেল পুলিশ ও রাজ্য পুলিশের কমব্যাট ফোর্স ।
ভাটপাড়া উপনির্বাচনে হিংসার প্রতিবাদ, আজও কাঁকিনাড়া স্টেশনে অবরোধ
ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন শেষ হওয়ার পরও অব্যাহত হিংসা । তারই প্রতিবাদে কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ করে এলাকার লোকজন ।
গতকাল সকাল 7টা থেকে রেলস্টেশন অবরোধ শুরু করে BJP কর্মী-সমর্থকরা । তৃণমূল ও BJP কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে রবিবার রাত থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় ভাটপাড়া বিধানসভার বিভিন্ন এলাকায় । চলে ব্যাপক বোমাবাজি, ভাঙচুর করা হয় দোকানপাটও । অভিযোগ, তৃণমূল কর্মী-সমর্থকরা BJP-র কর্মী-সমর্থকদের উপর হামলা চালায় । তবে গতকাল দুপুর তিনটে নাগাদ অবরোধ ওঠে ।
আজও সকাল থেকে কাঁকিনাড়া রেল স্টেশনে অবরোধ শুরু হয় । পুলিশ আসলেও অবরোধ ওঠেনি । দফায় দফায় বিক্ষোভ চলে । বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল । তবে দুপুর 12 টা নাগাদ পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে । তারপর থেকে রেল চলাচল স্বাভাবিক হয়েছে ।