নিউটাউন, 10 জুন : হুমকি পোস্টারের প্রতিবাদে এলাকায় বোমাবাজি । বোমা সহ আটক দুই BJP কর্মী । নিউটাউনের আকন্দকেশরী খেলার মাঠ থেকে অভিযুক্তদের আটক করে পুলিশ ।
গতকাল রাতে আনন্দকেশরী এলাকায় বেশ কয়েকজন যুবক বোমাবাজি করছে বলে খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ যায় । পুলিশকে দেখতে পেয়েই ওই যুবকরা পালাতে গেলে তাদের মধ্যে দু'জনকে পুলিশ ধরে ফেলে । তারা এলাকায় BJP কর্মী হিসেবে পরিচিত । ধৃতদের কাছ থেকে তিনটি বোমা উদ্ধার করে পুলিশ ।
হুমকি পোস্টার পেয়ে বোমাবাজি, আটক 2 BJP কর্মী - newtwon
তিনটি বোমা সহ আটক দুই BJP কর্মী । এলাকায় আতঙ্ক তৈরি করতেই বোমাবাজি করেছে বলে পুলিশি জেরায় জানিয়েছে আটক দুই যুবক ।
উদ্ধার হওয়া বোমা
এই সংক্রান্ত আরও খবর : "BJP করলে মাথা কেটে নিয়ে যাব", হুমকি পোস্টার নিউটাউনে
আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে ওই এলাকায় ভয়ের আতঙ্ক তৈরি করতেই একাজ করেছে । উল্লেখ্য, গত সপ্তাহে এই আকন্দকেশরী এলাকায় 'BJP করলে মাথা কাটা যাবে'- এই পোস্টার ঘিরে আতঙ্ক ছড়ায় । এর প্রতিবাদে গতকাল রাতে এলাকায় বোমাবাজি করা হয় । জেরায় পুলিশ জানতে পেরেছে আটক দুই যুবকের সঙ্গীরা বাইরের এলাকা থেকে এসেছিল । তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।
Last Updated : Jun 10, 2019, 6:14 PM IST