পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মদের দোকান খোলা যাবে না, পথে মহিলারা - Ashoknagar

অশোকনগর সেনডাঙার ঘোরকোন্ডা এলাকায় রাজ্য সরকার অনুমোদিত একটি মদের দোকান খোলার চেষ্টা করছেন এক ব্যবসায়ী। দোকান তৈরির কাজও শেষ হয়ে গেছে। অভিযোগ, দোকান চালু হওয়ার আগেই সেখানে রাতের অন্ধকারে মদ বিক্রি চলছে। যার প্রতিবাদে মাইক বেঁধে ও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামেন প্রায় দেড়শো মহিলা। তাঁদের দাবি, এলাকায় মদের দোকান চালু হলে সুস্থ পরিবেশ নষ্ট হবে। এলাকায় স্কুল, স্বাস্থ্যকেন্দ্রের শান্তি বিঘ্নিত হবে।

rally

By

Published : Feb 18, 2019, 3:55 AM IST

অশোকনগর, ১৮ ফেব্রুয়ারি : জনবহুল এলাকায় খোলা হবে সরকার অনুমোদিত মদের দোকান। যদিও সেই দোকান চালু হওয়ার আগে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাতের অন্ধকারে মদ বিক্রি। উত্তর ২৪ পরগনার অশোকনগর সেনডাঙা এলাকায় প্রস্তাবিত সেই মদের দোকান বন্ধের দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল করেন স্থানীয় মহিলারা।

স্থানীয় সূত্র অনুযায়ী, অশোকনগর সেনডাঙার ঘোরকোন্ডা এলাকায় রাজ্য সরকার অনুমোদিত একটি মদের দোকান খোলার চেষ্টা করছেন এক ব্যবসায়ী। দোকান তৈরির কাজও শেষ হয়ে গেছে। অভিযোগ, দোকান চালু হওয়ার আগেই সেখানে রাতের অন্ধকারে মদ বিক্রি চলছে। যার প্রতিবাদে মাইক বেঁধে ও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামেন প্রায় দেড়শো মহিলা। তাঁদের দাবি, এলাকায় মদের দোকান চালু হলে সুস্থ পরিবেশ নষ্ট হবে। এলাকায় স্কুল, স্বাস্থ্যকেন্দ্রের শান্তি বিঘ্নিত হবে।

প্রস্তাবিত ওই মদের দোকানের কাছেই স্কুল ও জনবসতি রয়েছে। এইরকম পরিবেশে ওই ব্যবসায়ী কী ভাবে মদের দোকানের লাইসেন্স পেলেন, সে বিষয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। পাশাপাশি স্থানীয়দের দাবি উপেক্ষা করে মদের দোকান হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details