পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যুব মোর্চার কর্মীর গ্রেপ্তারিতে উত্তপ্ত খড়দা; বিক্ষোভ, লাঠিচার্জ

বুলেটের মুক্তির দাবিতে দফায় দফায় খড়দা থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা । দীর্ঘক্ষন পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখান তাঁরা।

বিজেপি কর্মীর মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ
বিজেপি কর্মীর মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ

By

Published : Dec 23, 2020, 11:06 PM IST

Updated : Dec 24, 2020, 8:28 AM IST

খড়দা, 23 ডিসেম্বর : যুব মোর্চা কর্মী বুলেট রায়কে গ্রেপ্তার করা নিয়ে উত্তপ্ত হয়ে উঠল খড়দা । ধৃতের কাছে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে বলে পুলিশের দাবি । যদিও বিজেপির বক্তব্য, বুলেটকে ষড়যন্ত্র করে অস্ত্র মামলা দেওয়া হয়েছে ।

আজ রাতে বুলেটের মুক্তির দাবিতে দফায় দফায় খড়দা থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা । দীর্ঘক্ষণ পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখান তাঁরা । এরপর বিজেপির এক প্রতিনিধি দল থানায় ঢোকে আধিকারিকের সঙ্গে কথা বলার জন্য । সেই সময় বাইরে থাকা বিজেপি কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন । তখনই খড়দা থানার পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় । পুলিশের লাঠির আঘাতে 10 জন বিজেপি কর্মী আহত হন বলে অভিযোগ । আহত বিজেপি কর্মীদের বিএন বসু মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ।

বিজেপি কর্মীর মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ

আজ সকালে বঙ্গধ্বনী যাত্রা প্রকল্পের একটি মিছিল ছিল । বিজেপির দাবি, বুলেট সেই মিছিলের ছবি তুলছিলেন । তা নিয়ে সেখানে বচসা হয় । পুলিশ বুলটকে গ্রেপ্তার করে । তৃণমূলের অভিযোগ, ওই বিজেপি কর্মী পিস্তল নিয়ে মিছিলে হামলা চালানোর ছক করেছি । তাই তাঁকে পুলিশ গ্রেপ্তার করেছে ।

Last Updated : Dec 24, 2020, 8:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details