পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সল্টলেকে বাড়ি দখলের চেষ্টা, পরিচারিকার শ্লীলতাহানি প্রোমোটারের

রবিবার দুপুর 12টার সময় জনাদশেক দুষ্কৃতী তাণ্ডব চালায় সল্টলেকে ৷ বাড়ির পরিচারিকাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে দুই প্রোমোটারের বিরুদ্ধে। সল্টলেকে বাড়ি দখলের চেষ্টার অভিযোগও উঠেছে ৷

পরিচারিকাকে শ্লীলতাহানি

By

Published : Nov 17, 2019, 9:16 PM IST

Updated : Nov 17, 2019, 9:33 PM IST

বিধাননগর, 17 নভেম্বর : বাড়ি দখলের চেষ্টা করতে গিয়ে পরিচারিকাকে মারধর এবং শ্লীলতাহানির করার অভিযোগ উঠল দুই প্রোমোটারের বিরুদ্ধে ৷ অভিযুক্ত ওই দুই প্রোমোটারের নাম মৃণ্ময় যাদব এবং পঙ্কজ ঘোষ ৷

আজ দুপুর 12টার সময় মৃণ্ময় যাদব এবং পঙ্কজ ঘোষ নামে দুই স্থানীয় প্রোমোটার জনা দশেক দুষ্কৃতীকে নিয়ে সল্টলেকের 1 নং সেক্টরের একটি বাড়িতে তাণ্ডব চালায় বলে অভিযোগ ৷ বাড়ির সদর দরজা ভেঙে তারা ঘরে ঢুকে ভাঙচুর চালায়, জিনিসপত্র লণ্ডভণ্ড করে ৷ বাড়ির পরিচারিকাকে মারধর করে, শ্লীলতাহানি করা হয় ৷ প্রাণনাশের হুমকি দেয় প্রোমোটাররা ৷

ঘটনার কথা পরিচারিকা প্রথমে বিধাননগর উত্তর থানায় জানাতে চাইলে পুলিশ অভিযোগ নেয়নি ৷ ফোনে পুলিশের সাহায্য চাইলে প্রোমোটারের বিষয়টিকে এড়িয়ে যাওয়া হয় ৷ প্রোমোটার সহ দুষ্কৃতীরা ফের হামলা চালায় ওই বাড়িতে ৷ তখন পরিচারিকা পুলিশকে জানালে তারা ঘটনাস্থানে আসে ৷ এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি ৷

স্থানীয় সূত্রে খবর, সল্টলেকের 1 নম্বর সেক্টরের ওই বাড়ির মালিক ইংল্যান্ডে থাকেন ৷ ইংল্যান্ডে যাওয়ার আগে প্রোমোটারদের সঙ্গে ওই বাড়ি সংক্রান্ত একটি চুক্তি হয় ৷ তবে তাতে সম্পূর্ণ বাড়ির কথা উল্লেখ ছিল না ৷ অভিযোগ ওঠে, চুক্তি ভেঙে প্রোমোটাররা গোটা বাড়ি দখল করতে চাইছে ৷

Last Updated : Nov 17, 2019, 9:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details