পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kali Puja 2023: শীতে ফলন কম, সাতদিনেই দাম বাড়ল দশগুন! কালীপুজোর আগে জবার কদর আকাশ ছোঁয়া

এ বছর কালীপুজোর আগে থেকেই শীত পড়তে শুরু করেছে ৷ তার জেরে ফলন কম হচ্ছে ৷ বিক্রেতাদের আশঙ্কা কালীপুজোর আগে আকাশ ছোঁয়া দাম হবে জবার ৷ ঠাকুরনগর বাজারে এক সপ্তাহ আগে প্রতি এক হাজার জবাফুল বিক্রি হয়েছে 30 থেকে 60 টাকায়। এখন সেই জবার দাম 300-400 টাকা ৷

কালী পুজোর আগে জবার কদর আকাশ ছোঁয়া
Kali Puja 2023

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 7:19 AM IST

Updated : Nov 9, 2023, 7:45 AM IST

কালীপুজোর আগে জবার কদর আকাশ ছোঁয়া

ঠাকুরনগর, 9 নভেম্বর: শ্যামাপুজোকে নিয়ে লেখা হয়েছে সেই কালজয়ী গান ' আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন।' পুজোর দিনে কালী ভক্তদের মন জবা হয়ে ফুটলেও এবছর শীত পড়ে যাওয়ায় গাছে জবা ফুল কম ফুটেছে। আর সেখানেই সিঁদুরে মেঘ দেখছেন ব্যবসায়ী থেকে শুরু করে ফুল চাষিরা। পুজোয় জবা ফুলের কুঁড়ির দাম আকাশ ছোঁয়ার আশঙ্কা করছেন তাঁরা।

রাজ্যের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ফুল বাজার উত্তর 24 পরগনার ঠাকুরনগরের বাজার। এই জেলার গাইঘাটা ব্লকে প্রায় 350 হেক্টর জমিতে ফুলচাষ করা হয়। এর মধ্যে প্রায় 100 হেক্টর জমিতে জবা ফুলের চাষ হয়। কলকাতা-সহ রাজ্যের ভিন্ন জায়গায় এই বাজার থেকে প্রচুর ফুল যায়। রাজ্যের বাইরেও এই বাজার থেকে ফুল যায়। বুধবার সেই ঠাকুরনগর বাজারে গিয়ে দেখা গেল ইতিমধ্যেই জবার দাম বাড়তে শুরু করেছে। ব্যবসায়ী ও চাষিরা জানিয়েছেন, এক সপ্তাহ আগে জবা প্রতি হাজার 30 থেকে 60 টাকায় বিক্রি হয়েছে। এখন সেই জবার দাম 300-400টাকা ৷ মানে দাম কমেবশি পাঁচগুন বেড়েছে ।

তাঁরা বলছেন, এই বছর কালীপুজোর আগে শীত পড়তে শুরু করেছে। ফলে জবা ফুলের আকার যেমন ছোট হয়েছে তেমনি ফলনও কমে গিয়েছে। যত বেশি শীত পড়বে তত বেশি জবা ফুলের ফলন কমে যাবে। কালীপুজোর দিনে জবার চাহিদা বাড়ে। স্বাভাবিকভাবে বাজারে চাহিদার তুলনায় ফুলের জোগান কম হলে দাম বাড়বেই। তাঁরা অনুমান করছেন, গত বছরের তুলনায় এই বছর জবা ফুল-সহ অন্য ফুলের দাম অনেকটা বাড়বে। গত বছর প্রতি হাজার জবার কুঁড়ি 500 থেকে 600 টাকা বিক্রি হয়েছে। এবছর তা 1 হাজার থেকে দেড় হাজার টাকা দরে বিক্রি হবে ৷

ঠাকুরনগর বাজার থেকে ফুল কিনে সেই ফুলের মালা কলকাতা বিভিন্ন বাজারে বিক্রি করেন অনেক ব্যবসায়ী। তাঁদের একটা অংশ জানিয়েছেন, পুজোর দিনে হঠাৎ করে ফুলের দাম অত্যধিক বেড়ে গেলে মালার দাম বাড়াতে হবে। ফলে মালা বিক্রি করতে গিয়ে সমস্যায় পড়বেন তাঁরা। মুখ ফিরিয়ে চলে যাবেন অনেক ক্রেতারাই। এমনই সমস্ত আশঙ্কা নিয়ে আলোর উৎসবকে স্বাগত জানাবে ঠাকুরনগর।

আরও পড়ুন:ঝুপড়ির ঘরে কালীর মূর্তি গড়ে নিজেই উপাসনা করে ছোট্ট পবিত্র, মন্ত্রোচ্চারণে হয় পুজোপাঠ

Last Updated : Nov 9, 2023, 7:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details