বারাসত, 23 জুলাই : কাটমানি ইশুতে রাজ্য তোলপাড় । এরই মধ্যে দু'লাখ টাকা তছরুপের অভিযোগ উঠল তৃণমূলের দখলে থাকা ডিস্ট্রিক্ট অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে । ঘটনাটি বারাসতের । ঘটনায় বারাসত আদালত চত্বরে পোস্টারও পড়েছে । আর তাতে লেখা রয়েছে BJP আইনজীবী সেল, বারাসত । পাশাপাশি তছরুপ করা অর্থ ফেরতেরও দাবি তোলা হয়েছে ।
ডিস্ট্রিক্ট অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনে প্রায় 250 জন মেম্বার রয়েছে । মেম্বারশিপ বাবদ আইনজীবীদের কাছ থেকে বছরে 560 টাকা করে নেওয়া হয় । এছাড়াও মাসিক চাঁদা, আনুষাঙ্গিক অনুষ্ঠানের টাকা মিলিয়ে এক একজন আইনজীবী সদস্যকে বছরে প্রায় 1260 টাকা করে দিতে হয় । সংগৃহীত সেই টাকার হিসেবে গরমিল ধরা পড়েছে বলে অভিযোগ । টাকার অঙ্কটা প্রায় দু'লাখ । বছর শেষে যে অডিট করা হয়, সেই অডিটেও টাকা তছরুপের বিষয়টি ধরা পড়েছে বলে দাবি ওই সংগঠনের আইনজীবী সদস্যদের একাংশের । বর্তমানে ডিস্ট্রিক্ট অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন তৃণমূলের দখলে । ওই কমিটিতে সম্পাদক, সভাপতি, কোষাধ্যক্ষ মিলিয়ে প্রায় 15 জন রয়েছেন । চলতি বছরের মে মাসে এর নির্বাচন হওয়ারও কথা ছিল । কিন্তু, গরমিল ও তছরুপের জেরে নির্বাচন আটকে রয়েছে বলে দাবি আইনজীবী সদস্যদের একাংশের । সংগঠনের সদস্যরা ইতিমধ্যে তৃণমূলের ওই কমিটির কাছে টাকা গরমিলের বিষয়টি নিয়ে সরব হয়েছেন । পাশাপাশি, গরমিল ঠিক করে তছরুপ হওয়া টাকা ফেরতের দাবিতেও সোচ্চার হয়েছেন তাঁরা ।