গাইঘাটা, 9 এপ্রিল : টাকা নিয়ে লোকসভায় টিকিট বিক্রির অভিযোগে পোস্টার পড়ল গাইঘাটায়। পোস্টার পড়েছে বনগাঁ লোকসভার BJP প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। যেখানে লেখা আছে, "CBI তদন্ত চাই"।
গতকাল সকালে স্থানীয় বাসিন্দারা গাইঘাটার ঠাকুরনগর হাইস্কুলের দেওয়ালে লাল কালি দিয়ে লেখা একটি পোস্টার দেখতে পান। পোস্টারে লেখা আছে, তিনি পশ্চিমবঙ্গের তিন কোটি মতুয়ার ভোট পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে BJP-র কাছ থেকে বনগাঁ, রানাঘাট ও জয়নগর কেন্দ্রের টিকিট এনেছেন। তার একটি কেন্দ্রে তিনি নিজে দাঁড়িয়েছেন। বাকি দুই কেন্দ্রকে তিনি কয়েক কোটি টাকার বিনিময়ে বিক্রি করেছেন। রানাঘাটের প্রার্থী মুকুটমণি অধিকারীর কাছ থেকে চার কোটি টাকা নিয়েছেন।
শান্তনু ঠাকুর তাঁর বিরুদ্ধে পড়া পোস্টার সম্পর্কে বলেন, "যারা চাইছে CBI তদন্ত হোক, তাঁদের মান্যতা দিয়ে বলব অবশ্যই CBI তদন্ত হোক। ভোটের আরও কিছু দিন আগে CBI তদন্ত হোক কেন চাইল না? ভোটের মুখে আমার কিছু ভোট কম আসার জন্য এইসব নাটক করছে। এইসবই মমতাবালা ঠাকুর করাচ্ছেন। তাতে কোনও লাভ হবে না। মমতাবালা ঠাকুর যে হারছেন তা তাঁর এই কর্মকাণ্ড দেখে নিশ্চিত হয়ে গেলাম। শান্তনু ঠাকুরের চরিত্র সকলে জানে। তিনি যে কোনও টাকা নিতে পারেন না তা সবাই জানেন। যারা এইসব বলছে তারা যেন CBI তদন্ত করিয়ে মানুষের কাছে তার রির্পোট প্রকাশ করে।"
যদিও শান্তনু ঠাকুরের করা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের বক্তব্য, BJP-র গোষ্ঠীকোন্দলের ফলে এমন ঘটনা ঘটেছে।