পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সদ্য BJP-তে আসা দুলাল বরের বিরুদ্ধে বনগাঁয় অপ্রীতিকর পোস্টার

পোস্টারে লেখা "বনগাঁ লোকসভা কেন্দ্রে BJP-র ঘরের প্রার্থী না হলে, ভোট এবার অন্য ফুলে।" পোস্টারগুলির নিচে লেখা "প্রচারে বনগাঁ লোকসভা BJP কর্মীবৃন্দ।"

এই সেই পোস্টার

By

Published : Mar 19, 2019, 10:57 PM IST

ঠাকুরনগর, ১৯ মার্চ : সদ্য কংগ্রেস থেকে BJP-তে যোগ দিয়েছেন দুলাল বর। এবার তাঁর বিরুদ্ধে বনগাঁয় অপ্রীতিকর পোস্টার নজরে এসেছে। গতকাল রাতে বনগাঁ লোকাল ট্রেনেও এই পোস্টার দেখা গেছে।

পোস্টারে লেখা "বনগাঁ লোকসভা কেন্দ্রে BJP-র ঘরের প্রার্থী না হলে, ভোট এবার অন্য ফুলে।" পোস্টারগুলির নিচে লেখা "প্রচারে বনগাঁ লোকসভা BJP কর্মীবৃন্দ।" রাজনৈতিক মহলের দাবি, এই কেন্দ্রে লোকসভার প্রার্থী বাছাই নিয়ে BJP-র অন্তর্কলহ চলছে।

গাইঘাটার BJP নেতা নিখিল বিশ্বাস বলেন, "দল যাঁকে প্রার্থী করবে তাঁকেই মেনে নেব। BJP-র ভাবমূর্তি নষ্ট করতে তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে এটা ঘটিয়েছে।"

তৃণমূল কংগ্রেস নেতা অভিজিৎ বিশ্বাস বলেন, "আমরা এই সংস্কৃতিতে বিশ্বাসী নই। মমতা ব্যানার্জি আমাদের এই শিক্ষা দেননি। এই ঘটনা BJP-র অন্তর্কলহের ফল।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details