পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে অভিযান চালিয়ে বারাসতে 27 বস্তা সরকারি চাল বাজেয়াপ্ত পুলিশের

আজ দুপুরে বারাসত স্টেশন সংলগ্ন বনমালীপুর এলাকা থেকে হাতেনাতে ধরা হয় দুই ব্যক্তিকে । পুলিশ জানিয়েছে, স্টেশন সংলগ্ন বনমালীপুর এলাকাতে অমর দাস নামে এক ব্যক্তির ভাঙাচোরা সংগ্রহের গুদামঘরে সরকারি চাল বেআইনিভাবে মজুত করছিল । সেখান থেকে মোট 27 বস্তা চাল বাজেয়াপ্ত হয়েছে ।

police recovered 27 rice bag amid lockdown from barasat, north 24 paraganas
লকডাউনে অভিযান চালিয়ে বারাসতে 27 বস্তা সরকারি চাল বাজেয়াপ্ত পুলিশের

By

Published : Apr 7, 2020, 8:59 PM IST

বারাসত , 7 এপ্রিল : বেআইনিভাবে সরকারি চাল মজুত করার সময় হাতেনাতে ধরল পুলিশ ৷ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ৷ জানা গেছে , তারা খাদ্যদপ্তরের সিলমোহর দেওয়া বস্তা বস্তা সরকারি চাল বেআইনিভাবে মজুত করেছিল ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় বারাসত থানার পুলিশ ৷ অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করে বারাসত থানার পুলিশ । ধৃতদের মধ্যে 1 জন গাড়িচালক ৷ বাজেয়াপ্ত করা হয়েছে মোট 27 বস্তা চাল ৷

আজ দুপুরে বারাসত স্টেশন সংলগ্ন বনমালীপুর এলাকা থেকে হাতেনাতে ধরা হয় ওই দুই ব্যক্তিকে । পুলিশ জানিয়েছে, স্টেশন সংলগ্ন এলাকাতে অমর দাস নামে এক ব্যক্তির ভাঙাচোরা সংগ্রহের গুদামঘরে সরকারি চাল বেআইনিভাবে মজুত করছিল । সেখান থেকে মোট 27 বস্তা চাল বাজেয়াপ্ত হয়েছে । সেই সঙ্গে ছোটো একটি হাতি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর , স্টেশন সংলগ্ন পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের এলাকাতে ছোটো একটি গুদামঘর রয়েছে অমর দাসের । বিভিন্ন জায়গা থেকে ভাঙাচোরা সংগহ করে সেই গুদামঘরে মজুত করতেন তিনি । দোকানের পাশেই একটি পুকুর রয়েছে । আজ সকালে স্থানীয় কাউন্সিলর সমীর কুন্ডুর উদ্যোগে সেই পুকুর পরিষ্কার করার কাজ চলছিল । হঠাৎই সমীর বাবুর খেয়াল হয়, ওই ব্যক্তির গুদামঘরে । তিনি দেখেন , সরকারি সিলমোহর দেওয়া বেশ কয়েক বস্তা চাল রয়েছে সেখানে । তিনি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন , সরকারি এই চাল কোথা থেকে এল? কিন্তু সেই প্রশ্নের সদুত্তর না মেলায় কাউন্সিলর বিষয়টি পৌরসভার উপ পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায়কে জানান । এরপর খবর দেওয়া হয় বারাসত থানাকে ৷ খবর পেয়ে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ । ওই ব্যক্তির গুদামঘর থেকে বাজেয়াপ্ত করা হয় সরকারি চালের বস্তা । যেগুলোর প্রতিটিতে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যদপ্তরের সিলমোহর দেওয়া । গুদামঘরের সামনেই দাঁড়িয়ে ছিল একটি ছোটো হাতি গাড়ি । গুদাম ঘরের মালিক অমর দাসসহ ওই গাড়ির চালককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় বারাসত থানায় । পাশাপাশি, ওই গাড়িতেই চালের বস্তা মজুত করে থানায় নিয়ে আসে পুলিশ । পরে, জেরায় আটক ব্যক্তিরা সদুত্তর দিতে না পারায় গ্রেপ্তার করা হয় তাদের ।

আজ দুপুরে বারাসত স্টেশন সংলগ্ন বনমালিপুর এলাকা থেকে হাতেনাতে ধরা হয় দুই ব্যক্তিকে

প্রাথমিকভাবে পুলিশের অনুমান , ছোটো ওই হাতি গাড়িতে করেই সরকারি চাল পাচারের উদ্দেশ্য ছিল ধৃতদের । সেই মতো পরিকল্পনা অনুযায়ী গাড়িটিকে সেখানে রাখা হয় । এবিষয়ে স্থানীয় কাউন্সিলর সমীর কুণ্ডু বলেন, " পুকুরের পাশেই ছোট একটি ঘর তৈরি করে ওই ব্যক্তি বিভিন্ন ভাঙাচোরা জিনিস সংগ্রহ করতেন । এখন শুনতে পাচ্ছি সে নাকি বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে জড়িত । তবে, সেটা ঠিক আমার জানা নেই । আজ সকালে পুকুর পরিষ্কার করাতে গিয়ে দেখতে পাই ৷ ওই ঘরের মধ্যে বেশ কয়েক বস্তা চাল পড়ে আছে । স্বভাবতই আমি বিষয়টি আমার কর্তৃপক্ষ ও পুলিশকে জানাই । এরপর পুলিশ এসে চালের বস্তাগুলো উদ্ধার করে নিয়ে যায় । পুলিশ সঠিক তদন্ত করে এর সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি দিক , এটাই চাই ৷ "

বারাসত থানার পুলিশ জানিয়েছে ,"সরকারি সিলমোহর দেওয়া এত চালের বস্তা কোথা থেকে আসল , তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে । এরসঙ্গে কোনও রেশন ডিলারের যোগ আছে কি না , তাও খতিয়ে দেখা হচ্ছে । আগামীকাল ধৃতদের তোলা হবে বারাসত আদালতে ৷ " পুলিশ সূত্রে খবর , সরকারি সিলমোহর দেওয়া চালের বস্তাগুলো বামনগাছির ছোটো জাগুলিয়ার S S ঘোষ এন্টারপ্রাইজ় রেশন দোকানের । পরিকল্পনা করেই কি সেখান থেকে চালের বস্তা বারাসতের ওই গুদামঘরে পাঠানো হয়েছিল? এর পিছনে কি বড়সড় কোনও চক্র রয়েছে? তদন্তে চালাচ্ছে বারাসত থানার পুলিশ ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details