বিধাননগর, ২৮ মার্চ: বহিরাগত দুষ্কৃতীদের এলাকায় ঢোকা আটকাতে নির্বাচনের আগে বিধাননগরের গেস্টহাউজ়গুলিতে তল্লাশি চালাল পুলিশ। গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিধাননগর পূর্ব থানার পক্ষ থেকে এলাকার গেস্টহাউজ়গুলিতে পুলিশ অভিযান চালায়। গেস্টহাউজ়ে যারা উঠেছে তাদের সম্পর্কে তথ্য নেয়। অন্য রাজ্যগুলি থেকে যারা এসেছে তাদের সম্পর্কে বেশি খোঁজখবর করা হয়।
বহিরাগত দুষ্কৃতীরা কি গেস্টহাউজ়ে ডেরা বেঁধেছে, অভিযান পুলিশের - guest hoses
বহিরাগত দুষ্কৃতীদের এলাকায় ঢোকা আটকাতে নির্বাচনের আগে বিধাননগরের গেস্টহাউজ়গুলিতে তল্লাশি চালাল পুলিশ। গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিধাননগর পূর্ব থানার পক্ষ থেকে এলাকার গেস্টহাউজ়গুলিতে পুলিশ অভিযান চালায়।
বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটে গোলমাল পাকানোর জন্য বহিরাগত দুষ্কৃতীদের আনা হয়। এই দুষ্কৃতীদের মূলত গেস্টহাউজ়গুলিতে রাখা হয়। সেজন্য গতকাল গেস্টহাউজ়গুলিতে অভিযান চালায় পুলিশ। খতিয়ে দেখে গেস্টহাউজ়ের রেজিস্টার ও CCTV ফুটেজ।
লোকসভা নির্বাচনের এখনও একমাস বাকি। তার আগেই পুলিশের তরফে গেস্টহাউজ় মালিকদের সতর্ক করে বেঁধে দেওয়া হয়েছে গাইডলাইন। প্রতিটি গেস্টহাউজ়ে CCTV ক্যামেরা ঠিক কাজ করছে কি না, বিধাননগর পুলিশের সি ফ্রম এপ্লিকেশন ঠিক মতো ব্যবহার করা হচ্ছে কি না এবং কোন কোন রাস্তা দিয়ে গেস্টহাউজ় থেকে ঢোকা বা বের হওয়া যায় তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে আগামী দিনেও এমন তল্লাশি চলবে।