পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অপুলিশসুলভ আচরণে ক্লোজ়ড পুলিশ অফিসার - police

অপুলিশসুলভ আচরণের জন্য বাগদা থানার ASI সাগর দেবকে ক্লোজ়় করা হল।

সাগর দেব

By

Published : Mar 11, 2019, 8:43 AM IST

বাগদা, ১১ মার্চ : জনসমক্ষে অপুলিশসুলভ আচরণের জন্য এক পুলিশ অফিসারকে ক্লোজ়় করা হল। গতকাল বাগদা থানার ASI সাগর দেবকে ক্লোজ়় করা হয়।

সাগর দেব প্রায় দু'বছর ধরে বাগদা থানায় কর্মরত। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, শনিবার এলাকার একটি পেট্রলপাম্পের পেছনে একটি ঘরে এক বিবাহিত মহিলার সঙ্গে তাঁকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেন স্থানীয়রা। অভিযোগ স্থানীয়রা তাঁকে ও ওই মহিলাকে মারধর করে। কোনও রকমে পালিয়ে থানায় ফিরে আসেন সাগর দেব। ওই মহিলাকে গভীররাত পর্যন্ত আটকে রাখা হয়।

এদিকে, গোটা ঘটনাটি জানাজানি হওয়ার পর জনসমক্ষে অপুলিশসুলভ আচরণের অভিযোগে ASI সাগর দেবকে ক্লোজ়় করা হয়। তাঁকে বাগদা থেকে দোলতলায় পাঠানো হয়েছে।

অতিরিক্ত SP বিশ্বচাঁদ ঠাকুর বলেন, "সাগর দেবকে অপুলিশসুলভ আচরণের জন্য ক্লোজ় করা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি।"

For All Latest Updates

TAGGED:

policeclosed

ABOUT THE AUTHOR

...view details