বাগদা, ১১ মার্চ : জনসমক্ষে অপুলিশসুলভ আচরণের জন্য এক পুলিশ অফিসারকে ক্লোজ়় করা হল। গতকাল বাগদা থানার ASI সাগর দেবকে ক্লোজ়় করা হয়।
সাগর দেব প্রায় দু'বছর ধরে বাগদা থানায় কর্মরত। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, শনিবার এলাকার একটি পেট্রলপাম্পের পেছনে একটি ঘরে এক বিবাহিত মহিলার সঙ্গে তাঁকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেন স্থানীয়রা। অভিযোগ স্থানীয়রা তাঁকে ও ওই মহিলাকে মারধর করে। কোনও রকমে পালিয়ে থানায় ফিরে আসেন সাগর দেব। ওই মহিলাকে গভীররাত পর্যন্ত আটকে রাখা হয়।