হাড়োয়া, 17 অগস্ট: হাড়োয়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গুলি করে খুনের ঘটনায় চারদিনের মাথায় পুলিশের জালে সুপারি কিলার । ধৃতের নাম অমিত গায়েন । গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাটের একটি আস্তানা থেকে গ্রেফতার করা হয়েছে ওই 'ভাড়াটে খুনি'কে । পুলিশ সূত্রে খবর, হাড়োয়াকাণ্ডে প্রত্যক্ষ যোগ রয়েছে এই ব্যক্তির । ঘটনার দিন কয়েকজন সঙ্গে থাকলেও গুলি চালিয়েছিল অমিতই । জেলে বসেই তাকে খুনের সুপারি দেওয়া হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ । তবে কে খুনের বরাত দিয়েছিল, কত টাকার রফা হয়েছিল তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে । সে বিষয়ে তথ্য পেতে ধৃতকে আরও জেরা করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অমিতের বাড়ি বসিরহাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে । 2018 সালে মাদক মামলায় গ্রেফতার হন তিনি । মাস দেড়েক আগে জেল থেকে ছাড়া পান তিনি । তদন্তকারীরা জানতে পেরেছেন, তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্য শেখসাহেব আলি খুনের মাস্টারমাইন্ডের সঙ্গে ধৃতের আলাপ হয়েছিল জেলেই । তাহলে কি জেলে বসেই তৃণমূল নেতা খুনের ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল? নাকি জেল থেকেই অন্য কেউ কন্ট্রোল করেছিল গোটা ঘটনাটি? সেই প্রশ্নেরই এখন উত্তর পাওয়ার চেষ্টা করছে তদন্তকারী অফিসারেরা ।
তবে পুলিশ একপ্রকার নিশ্চিত যে এই খুনের ঘটনায় অন্তত 10 থেকে 12 জন জড়িত । খুনের দিন ঘটনাস্থলে 3-4 জন উপস্থিত থাকলেও বাকিরা অন্য কোথায়ও থেকে নজর রাখছিল গোটা ঘটনাটির ওপর । কিন্তু কেন ওই তৃণমূল নেতাকে গুলি করে নৃশংসভাবে খুন করা হল, তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে তদন্তকারীরা ।