পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Husband Arrest : রান্নাঘরে উদ্ধার তরুণীর ক্ষতবিক্ষত দেহ, গ্রেফতার স্বামী - খুন

বিয়ের আটমাসের মধ্যেই রান্নাঘরে উদ্ধার তরুণীর ক্ষতবিক্ষত দেহ ৷ উত্তর 24 পরগনার ঘোলার ঘটনা ৷ খুনের অভিযোগ মৃতার পরিবারের ৷ ঘটনায় গ্রেফতার মৃতার স্বামী ৷

police arrested husband in connection with wife's unnatural death
Husband Arrest : রান্নাঘরে উদ্ধার তরুণীর ক্ষতবিক্ষত দেহ, গ্রেফতার স্বামী

By

Published : Jul 27, 2021, 3:33 PM IST

বারাকপুর, 27 জুলাই :বিয়ের মাত্র আটমাসের মধ্যেই তরুণীর মৃত্যুতে রহস্য ৷ ভাড়াবাড়ির রান্নাঘর থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ ৷ উত্তর 24 পরগনার ঘোলার ঘটনায় গ্রেফতার মৃতার স্বামী ৷ তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন মৃতার বাপের বাড়ির সদস্যরা ৷

আরও পড়ুন :বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রকাশ্যে কুপিয়ে খুন ; গ্রেফতার এক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম নিশা সাউ ৷ বয়স 20 বছর ৷ মাত্র আটমাস আগেই তাঁর সঙ্গে বিয়ে হয় বিনোদ সাউ নামে এক যুবকের ৷ নিশা টিটাগড়ের বাসিন্দা হলেও বিয়ের মাস দু’য়েক পরই স্বামীর সঙ্গে ঘোলায় চলে আসেন ৷ স্থানীয় রূপায়ননগরে একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানেই সংসার শুরু করেন তাঁরা ৷ প্রতিবেশীদের দাবি, নবদম্পতির মধ্যে কোনও সমস্যা ছিল না ৷

এদিকে, সোমবার রাতে বিনোদ নিশার মায়ের মোবাইলে ফোন করে জানান, তাঁর স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ নিশার মোবাইলেও যতবার ফোন করা হয়, জানা যায়, সেটি বন্ধ রয়েছে ৷ এরপর নিশার বাপের বাড়ির সদস্যরা ঘোলায় নিশাদের ভাড়াবাড়িতে এসে খোঁজ খবর শুরু করেন ৷ কিন্তু সেই সময় নিশাদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল ৷ অঘটনের আশঙ্কায় ঘোলা থানায় খবর দেন নিশার আত্মীয়রা ৷ পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢোকে ৷ তখনই দেখা যায়, রান্নাঘরের এক কোণে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে নিশার দেহ ৷ রাতেই ঘোলা থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় ৷ গ্রেফতার করা হয় নিশার স্বামী বিনোদকে ৷

আরও পড়ুন :ইংরেজবাজারে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী

গোটা ঘটনায় হতভম্ব হয়ে গিয়েছেন নিশা ও বিনোদের প্রতিবেশীরা ৷ তাঁদের সকলেরই আশঙ্কা, নিশাকে খুন করা হয়েছে ৷ আর এক্ষেত্রে বিনোদকেই সবথেকে বেশি সন্দেহ করা হচ্ছে ৷ নিশার বাপের বাড়ির সদস্যরাও জামাইয়ের বিরুদ্ধেই খুনের অভিযোগ তুলেছেন ৷ কিন্তু, কীভাবে, কখন এবং কেন এই ঘটনা ঘটল, তা বুঝে উঠতে পারছেন না কেউ ৷ সকলেরই প্রশ্ন, সবকিছুই যখন ঠিকঠাকই ছিল, তাহলে এমন অঘটন ঘটল কীভাবে ? নাকি বিয়ের পর থেকেই দম্পতির মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করেছিল ? যা আর কারও নজরে আসেনি ৷

ABOUT THE AUTHOR

...view details