বসিরহাট, 6 ফেব্রুয়ারি : স্বামীকে বেহুঁশ করে যুবতিকে গণধর্ষণের অভিযোগ ৷ গ্রেপ্তার এক ৷ অন্যজন পলাতক ৷ উত্তর 24 পরগনার বসিরহাটের স্টেশনপাড়া এলাকার ঘটনা ৷
স্বামীকে বেহুঁশ করে যুবতিকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 1 - গণধর্ষণের অভিযোগ
যুবতির অভিযোগ, স্বামীকে মদ খাইয়ে বেহুঁশ করে তাঁকে ধর্ষণ করে দুই অভিযুক্ত ৷ আজ এক অভিযুক্তকে গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ ৷ অপর অভিযুক্ত এখনও পলাতক ৷ তার খোঁজে তল্লাশি চলছে ৷
পুলিশ সূত্রে খবর, স্বামীর সঙ্গে ওই এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই যুবতি ৷ স্বামী ঠিকাদার দিলীপ সরকারের অধীনে কাজ করতেন ৷ যুবতি জানান, বুধবার রাতে দিলীপ তার এক বন্ধু সমীর গাইনকে সঙ্গে নিয়ে তাঁদের বাড়ি এসেছিল ৷ সমীরকেও তাঁর স্বামী কাজের সুবাদে আগে থেকেই চিনতেন ৷ সেখানে তারা মদের আসর বসায় ৷ যুবতির অভিযোগ, স্বামীকে মদ খাইয়ে বেহুঁশ করে তাঁকে ধর্ষণ করে দিলীপ ও সমীর ৷ এমনকী ভয়ও দেখানো হয় ৷ সকালে তারা চলে যাওয়ার পর পুরো বিষয়টি তিনি তাঁর স্বামীকে জানান ৷
আজ দুপুরে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবতি ৷ বিকেলে পুলিশ দিলীপকে গ্রেপ্তার করে ৷ আগামীকাল তাকে বসিরহাট আদালতে তোলা হবে ৷ তবে অপর অভিযুক্ত সমীর এখনও পলাতক ৷ তার খোঁজে তল্লাশি চলছে ৷ আজ বসিরহাট জেলা হাসপাতালে ওই যুবতির মেডিকেল পরীক্ষা করানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷