পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বনধে সাড়া দিল না পেট্রাপোল-ঘোজাডাঙা সীমান্ত

বামফ্রন্টের ডাকা বনধে স্বাভাবিক ছিল পেট্রোপোল বন্দর। বন্দর দিয়ে স্বাভাবিক নিয়মে চলছে আমদানি-রপ্তানি। তবে বন্দর দিয়ে অন্যান্য দিনের তুলনায় যাত্রী পারাপারের সংখ্যা খুবই কম।

Petrapole and Gujadanga borders did not respond
বামেদের বনধে সাড়া দিল না পেট্রাপোল ও ঘোজাডাঙা সীমান্ত

By

Published : Jan 8, 2020, 2:19 PM IST

Updated : Jan 8, 2020, 2:50 PM IST

পেট্রাপোল, 8 জানুয়ারি : বামফ্রন্টের ডাকা বনধে সাড়া পড়ল না পেট্রাপোল বন্দরে। স্বাভাবিক ছিল ঘোজাডাঙা সীমান্তও। অন্যদিনের মতো বুধবার সকাল থেকে স্বাভাবিক ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি।

বামেদের বনধে সাড়া দিল না পেট্রাপোল ও ঘোজাডাঙা সীমান্ত, বাণিজ্য ছিল স্বাভাবিক । সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত বেশ কিছু পণ্যবাহী ট্রাক বাংলাদেশে গিয়েছে। বন্দর কর্তৃপক্ষের দাবি, পেট্রাপোল বন্দর দিয়ে স্বাভাবিক নিয়মে চলছে আমদানি-রপ্তানি। তবে বন্দর দিয়ে অন্যান্য দিনের তুলনায় যাত্রী পারাপারের সংখ্যা খুবই কম।

বনধে সাড়া দিল না পেট্রাপোল ও ঘোজাডাঙা সীমান্ত

বিভিন্ন এলাকায় অবরোধের কারণে পেট্রাপোল থেকে বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশ থেকে আসা বহু পাসপোর্ট থাকা যাত্রী পেট্রাপোলে আটকে রয়েছেন। ঘোজাডাঙা সীমান্তেও পণ্যবাহী ট্রাক পারাপার করেছে স্বাভাবিকভাবেই।

___________

Last Updated : Jan 8, 2020, 2:50 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details