ব্যারাকপুর, 7 জুলাই : গা ঢাকা দিয়েছিল 2013 সালে । অবশেষে বীজপুর থানার পুলিশের হাতে ধরা পড়ল বিভিন্ন চিটফান্ড থেকে 888 কোটি টাকা প্রতারণা মামলায় অভিযুক্ত চন্দন দে । অ্যালকেমিস্ট, আইকোর, পিয়ারলেস বিভিন্ন চিটফান্ড সংস্থার এজেন্ট হিসেবে কাজ করত চন্দন । এছাড়াও মেগামোল্ড ইন্ডিয়া লিমিটেড নামে একটি চিটফান্ড সংস্থার মালিক ছিল সে ।
পুলিশের জালে আর্থিক প্রতারণায় অভিযুক্ত চন্দন দে - cheat fund
বীজপুর থানার পুলিশের ফাঁদে অবশেষে ধরা পড়ল বিভিন্ন চিটফান্ড থেকে 888 কোটি টাকা প্রতারণা মামলায় অভিযুক্ত চন্দন দে ।
চন্দনের বাড়ি মাঝিপাড়া পলাশিতে । 2013 সাল থেকেই পালিয়ে আত্মগোপন করছিল চন্দন । পলাশ দে ছদ্মনামে নিজের বাড়ি ছেড়ে রানাঘাটের উকিল পাড়ায় বসবাস করছিল । 2017 সালে SEBI-র তরফে চন্দনের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্ট । এরপরই আদালত তাঁকে গ্রেপ্তার নির্দেশ দেয় । কিন্তু এতদিন ধরে পুলিশ তার কোনও হদিস পাচ্ছিল না ।
গতকাল গোপন সূত্রে খবর পেয়ে চন্দনকে গ্রেপ্তার করে বীজপুর থানার পুলিশ । সেই সময় রানাঘাট হাসপাতালের কাজে একটি ওষুধের দোকান থেকে ওধুষ আনতে যাচ্ছিল সে । প্রায় 1000 জন এজেন্টকে প্রতারিত করার অভিযোগ ছিল চন্দনের বিরুদ্ধে ।