পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নজরে লোকসভা ভোট ! গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ জেলায় কর্মিসভা করবেন মমতা

party workers meeting Mamata Banerjee: মমতা বন্দোপাধ্যায়ের সফর সফল করতে জেলার একাধিক বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের নিয়ে প্রস্তুতি বৈঠকও সেড়ে ফেলেছেন তৃণমূলের প্রথম সারির নেতারা। এই কর্মিসভার মধ্য দিয়ে উত্তর 24 পরগনা জেলায় লোকসভা ভোটের দামামা বাজিয়ে দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই মনে করছেন শাসকদলের নেতারা।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2023, 10:34 PM IST

বারাসত, 24 ডিসেম্বর: নজরে লোকসভা ভোট। গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ উত্তর 24 পরগনা জেলায় কর্মী সভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ‍্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। জানা গিয়েছে আগামী 28 ডিসেম্বর দেগঙ্গার চাকলা স্কুল মাঠে তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ সভা করবেন তিনি। তার আগে চাকলার লোকনাথ মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। মমতার এই ঝটিকা সফর ঘিরে সাজসাজ রব গোটা জেলা জুড়ে। তৃণমূলের অন্দরেও তৈরি হয়েছে তুমুল উৎসাহ, উদ্দীপনা। বিশেষ করে, লোকসভা ভোটের আগে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকেই এখন মুখিয়ে রয়েছেন শাসকদলের নেতা-কর্মীরা।

ইতিমধ্যে মমতা বন্দোপাধ্যায়ের সফর সফল করতে জেলার একাধিক বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের নিয়ে প্রস্তুতি বৈঠকও সেড়ে ফেলেছেন তৃণমূলের প্রথম সারির নেতারা। এই কর্মীসভার মধ্য দিয়ে উত্তর 24 পরগনা জেলায় লোকসভা ভোটের দামামা বাজিয়ে দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই মনে করছেন শাসকদলের নেতারা। তবে, তিনি এমন এক পরিস্থিতিতে এই জেলায় কর্মিসভা করতে আসছেন যেখানে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল পার্টি। কোন্দল কাঁটায় প্রতিনিয়ত বিদ্ধ হতে হচ্ছে শাসক শিবিরকে। বিশেষত ব‍্যারাকপুর শিল্পাঞ্চলের দলের দুই নেতা অর্জুন সিং এবং সোমনাথ শ‍্যামের কাজিয়া রীতিমতো এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জেলা তৃণমূল নেতৃত্বের কাছে।

তবে, সাংসদ-বিধায়কের এই দ্বন্দ্ব নিয়ে কার্যত নিশ্চুপ হয়ে রয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। তাঁরাও তাকিয়ে রয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভার দিকে। শুধু ব‍্যারাকপুর শিল্পাঞ্চলই নয় ! জেলার অন‍্যান‍্য জায়গাতেও গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাঁড়া দিয়ে উঠেছে শাসকদলে। যা স্পষ্ট হয়েছে মমতার কর্মিসভার আগেও। মধ্যমগ্রামে প্রস্তুতি সভার বৈঠক থেকে বেরিয়ে আরও একবার সকলের সামনে কাজিয়ায় জড়িয়ে পড়েন সাংসদ-বিধায়ক দু'জনেই। এতেই ভোটের আগে অস্বস্তি বেড়েছে শাসক শিবিরের। সেই কারণে ভোটের আগে দলীয় কোন্দল মেটাতে 'মমতা'-য় যেন এখন 'ত্রাতা' জেলা তৃণমূল নেতৃত্বের কাছে। তাই, তাঁর সভায় এখন ভরসা শাসকদলের প্রথম সারির নেতাদের।

এদিকে, 'বালু হীন'-উত্তর 24 পরগনা জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে ও সংগঠন দেখভালের জন্য আগেই আটজনের একটি কোর-কমিটি গঠন করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কোর-কমিটির বর্ধিত বৈঠকে গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়াও জেলার কোথায় সংগঠনে খামতি রয়েছে তা নিয়ে বিশদে আলোচনা হয়। 'বালু হীন'-হাবরা বিধানসভার সংগঠন দেখার জন্য সাতজনের একটি কমিটিও গঠন করে দেওয়া হয়। কোর কমিটির এতকিছুর পরও সেই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু সামাল দেওয়া যায়নি। বরং স্ফুলিঙ্গের মতো তা আরও প্রকট হয়েছে। এই আবহেই তিনদিন বাদে বৃহস্পতিবার উত্তর 24 পরগনা জেলায় কর্মিসভা করতে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই সেই সভার দিকে তাকিয়ে রয়েছে সকলে ৷ অন‍্যদিকে, কর্মিসভা থেকে গোষ্ঠী কোন্দল নিয়ে মমতা কড়া বার্তা দেবেন ! নাকি লোকসভা ভোটের আগে দলীয় স্তরে বড় কোনও টোটকা দেবেন, সেটাই এখন দেখার বিষয়।

ABOUT THE AUTHOR

...view details