পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেআইনি নির্মাণ নিয়ে সরকার বিরোধিতায় সরব সব্যসাচী; শুনে হাসলেন পার্থ !

মেয়র পদ থেকে সব্যসাচীর পদত্যাগের কথা শুনে পার্থবাবু বলেন, "কী বলব ? যা ভালো বুঝেছে তাই করছে । দলের প্রতি তাঁর আনুগত্য থাকার কথা ছিল । ভুললে চলবে না বিধাননগরের মেয়র, বিধায়ক করেছিল তৃণমূল কংগ্রেসই । নিজের শক্তি নিশ্চয়ই আছে । কিন্তু, এটাও মনে রাখতে হবে, শক্তি দিয়েছিল মমতা ব্যানার্জির ছবি ও মুখ ।"

By

Published : Jul 19, 2019, 2:30 AM IST

Updated : Jul 19, 2019, 7:18 AM IST

পার্থ

কলকাতা, 19 জুলাই : মেয়র পদ থেকে পদত্যাগ করে সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন সব্যসাচী দত্ত । গতকাল সাংবাদিক বৈঠকে করেন তিনি । সেখানে জানান, কেন তিনি মেয়র পদ ছাড়ছেন । সব্যসাচীর বক্তব্য শুনেই হেসে ফেলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । তাঁর প্রশ্ন, "এতদিন পর এসব কেন বলছেন ?"

গতকাল বিধাননগর পৌরনিগমের মেয়র পদ থেকে পদত্যাগ করেন সব্যসাচী দত্ত । পরে সাংবাদিক বৈঠকে বলেন, "কিছু স্বার্থান্বেষী মানুষ অসৎ কাজে লিপ্ত । তারা বিধাননগর পৌরনিগমের মূলত রাজারহাট-গোপালপুর এলাকায় বেআইনি কাজকর্ম চালাচ্ছিল । বেআইনি নির্মাণ, পুকুর ভরাটে বাধা দিচ্ছিলাম, বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে জানিয়েছিলাম । কিন্তু, কেউ সহযোগিতা করেনি । তাই, আমার মনে হয়, এখানে থেকে এই আন্দোলন সম্ভব নয় । মানুষের দ্বারা মনোনীত পৌর প্রতিনিধি ও প্রতিনিধিদের দ্বারা মনোনীত মেয়র হিসেবে যদি মানুষের কথা না ভাবতে পারি তাহলে আমার মেয়র পদে থাকা উচিত নয় । আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি ।"

দেখুন ভিডিয়ো

মেয়র পদ থেকে সব্যসাচীর পদত্যাগের কথা শুনে পার্থবাবু বলেন, "কী বলব ? যা ভালো বুঝেছে তাই করছে । দলের প্রতি তাঁর আনুগত্য থাকার কথা ছিল । ভুললে চলবে না বিধাননগরের মেয়র, বিধায়ক করেছিল তৃণমূল কংগ্রেসই । নিজের শক্তি নিশ্চয়ই আছে । কিন্তু, এটাও মনে রাখতে হবে, শক্তি দিয়েছিল মমতা ব্যানার্জির ছবি ও মুখ ।"

সব্যসাচীর অভিযোগ শুনেই হেসে ফেলেন পার্থবাবু । বলেন, "আজ কেন বলতে গেলেন ? অনেকদিন ধরে মেয়র আছেন । বেআইনি কাজ বন্ধ করার ক্ষমতা ছিল না ?হাস্যকর যুক্তি ।"

Last Updated : Jul 19, 2019, 7:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details