বসিরহাট, 15 জুলাই : দ্বন্দ্বের মাঝেই বুধবার তৃণমূলের মহিলা সংগঠনের কর্মসূচিতে একসঙ্গে দেখা গেল বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এবং যুব তৃণমূলের নেতা সুরজিৎ মিত্রকে ৷ কিন্তু, সেখানেও প্রকাশ পেয়ে গেল দুই নেতার মধ্যেকার গোষ্ঠীদ্বন্দ্ব ৷ অনুষ্ঠান মঞ্চে দু’জন পাশাপাশি বসলেও, কেউ কারও সঙ্গে কথা বললেন না ৷ এমনকি, যুব তৃণমূল নেতা যখন মঞ্চে খাদ্যসামগ্রী বিতরণ করছিলেন, তখন বিধায়ককে তাঁর ধারেকাছে দেখা যায়নি ৷ যে ঘটনায় অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব ৷ যদিও এ নিয়ে প্রকাশ্যে কেউই মুখ খুলতে রাজি হননি ।
সম্প্রতি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে প্রকাশ্যে চলে আসে বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এবং যুব তৃণমূলের রাজ্য সম্পাদক সুরজিৎ মিত্রের মধ্যেকার মতবিরোধ ৷ সেই প্রতিবাদ সভায় বিধায়ককে নিগ্রহ করার অভিযোগ উঠেছে সুরজিৎ মিত্রের অনুগামীদের বিরুদ্ধে । ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়ে যায় জেলা তৃণমূল নেতৃত্ব । খোদ জেলা সভাপতি তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন । যদিও, বিধায়ককে নিগ্রহের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন যুব তৃণমূল নেতা সুরজিৎ মিত্র ৷ তিনি দাবি করেন, দুই টোটো চালকের মধ্যে সামান্য বিবাদের ঘটনা ঘটেছিল ৷ এরপরও বসিরহাটের পুরাতন বাজারে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিধায়কের বিক্ষোভ কর্মসূচিতে গরহাজির থাকতে দেখা গিয়েছিল সুরজিৎ মিত্রকে । দু’জনেই মুখে দ্বন্দ্বের কথা স্বীকার না করলেও, এদিন আবারও দু’জনের মধ্যেকার দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে ৷