পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"উনি মাতাল", কটাক্ষ অর্জুনের ; "ওঁর বিসর্জন হবে", পালটা দিলেন মদন

মদন মিত্রের করা একাধিক অভিযোগ একপ্রকার উড়িয়ে দিলেন অর্জুন সিং । এদিকে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শান্তিপূর্ণ করার জন্য অপরাধীদের গ্রেপ্তার ও পুলিশ আধিকারিকদের অপসারণের দাবি তুলে সাংবাদিক বৈঠক তৃণমূল প্রার্থী মদন মিত্রের ।

মদন

By

Published : May 8, 2019, 6:15 PM IST

ব্যারাকপুর, 8 মে : "মদ-মাতাল মদন কী বলল তার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি ।" মদন মিত্রের করা একাধিক অভিযোগ একপ্রকার উড়িয়ে দিলেন অর্জুন সিং । প্রসঙ্গত 19 মে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শান্তিপূর্ণ করার জন্য অপরাধীদের গ্রেপ্তার ও পুলিশ আধিকারিকদের অপসারণের দাবি তুলে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন তৃণমূল প্রার্থী মদন মিত্র । গতকাল বিকেলে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মদন মিত্র সাংবাদিকদের বলেন, "যারা দায়িত্ব পালন করছে না, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে জানানো হবে ।" ভাটপাড়া উপনির্বাচনের জন্য তৃণমূল প্রার্থী এলাকায় দক্ষ অফিসার মোতায়েন করার দাবি করেন । গতকাল তিনি নিজের নিরাপত্তার খাতিরে FIR করেছেন বলেও জানান মদন মিত্র ।

মদন মিত্র অভিযোগ করেন, "লোকসভা নির্বাচনের দিন মোহনপুরে উর্দিধারী পুলিশকে আক্রমণ করেছেন BJP প্রার্থী অর্জুন সিং । তবুও পুলিশ ওকে গ্রেপ্তার করল না ।" তল্লাশি চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার না করলে ধরনায় বসার হুমকি দেন মদন মিত্র । পাশাপাশি মদন মিত্রের দাবি, 23 মে-র পর অর্জুন সিং বিসর্জনে যাবেন । তবে, সাংবাদিক বৈঠক থেকে ভাটপাড়ার BJP প্রার্থী পবন সিংয়ের প্রশংসা করেন মদন মিত্র ।

অর্জুন সিংয়ের বক্তব্য

এদিকে অর্জুন সিং বলেন, "সরকারটা এখন FIR সরকারে পরিণত হয়েছে । গুন্ডা আর পুলিশ আছে ওদের সঙ্গে । কিন্তু মানুষ আছে BJP-র সঙ্গে ।" মদন মিত্রের পুলিশ আধিকারিকদের বদলের দাবিকে কটাক্ষ করে অর্জুন সিং বলেন, "উনিই তো দক্ষ অফিসার । তিন বছর জেল খেটেছেন । উনি জেল খেটেছেন বলে কী ভাবছেন, সবাইকে জেল খাটাবেন ?" তিনি আরও বলেন, "তাহলে CP ও IC-কে উনি ( মদন মিত্র ) বদলি করে দিক । আমি চারবারের বিধায়ক এবং ছয়বার ভোট করিয়েছি । নিয়ম জানি । মদন মিত্র তো নির্বাচন কমিশন নয় ।" ভাটপাড়ার BJP প্রার্থী পবন সিংয়ের প্রশংসা প্রসঙ্গে অর্জুন সিংয়ের জবাব, "একটা ভালো ছেলের বিরুদ্ধে সারদাকাণ্ডে জেল খাটা একজন প্রার্থী হয়েছেন । তাঁর উচিত মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details