পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নুসরতকে নিয়ে কুরুচিকর পোস্ট, গ্রেপ্তার BJP-র IT সেল কনভেনর

নুসরতকে নিয়ে কুরুচিকর পোস্ট, গ্রেপ্তার

নুসরত

By

Published : Mar 16, 2019, 3:26 PM IST

বসিরহাট, ১৬ মার্চ : বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান সম্পর্কে সোশাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করায় দু'জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম তন্ময় বালা ও শুভেন্দু চক্রবর্তী। শুভেন্দু চক্রবর্তী BJP-র IT সেলের কনভেনর। অন্যদিকে BJP-র দাবি,এই ঘটনায় শুভেন্দুকে ফাঁসানো হয়েছে।

শুভেন্দু চক্রবর্তীর বাড়ি বাদুড়িয়ার লক্ষ্মীনাথপুরে। তিনিও ফেসবুকে কুরুচিকর ছবি পোস্ট করেন। খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। শুভেন্দুর মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে, তন্ময় বালার বাড়ি গাইঘাটা থানার চাঁদপাড়ার মণ্ডলপাড়ায়। গতকাল সকালে তন্ময় তার ফেসবুক অ্যাকাউন্টে নুসরত জাহানকে নিয়ে বিতর্কিত ছবি পোস্ট করে। দুপুরেই তার বিরুদ্ধে গাইঘাটা থানায় চাঁদপাড়ার এক বাসিন্দা অভিযোগ দায়ের করেন। রাতে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।

এই বিষয়ে BJP-র বসিরহাট জেলা সভাপতি গণেশ ঘোষ বলেন, "শুভেন্দুবাবু BJP-র IT সেলের জেলা কনভেনর। তিনি খুব গুরুত্বপূর্ণ কাজ সামলাচ্ছেন। তাঁর মোবাইলে আমাদের সমস্ত তথ্য রয়েছে। মোবাইলটি বাজেয়াপ্ত করা হয়েছে। আজ তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। কোনও প্রমাণ নেই। কিন্তু কে অভিযোগ করেছে সেটা আমাকে এখনও বলা হয়নি।"

অন্যদিকে, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা কৌশিক দত্ত বলেন, "মিমি এবং নুসরত অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী। তাঁদের প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায় একটি মাস্টার স্ট্রোক দিয়েছেন। তাঁদের পেয়ে আমরা ভোটের আগেই অনেক এগিয়ে আছি। বিরোধীরা যে ট্রোল করছে, কুৎসা করছে তা তাদের কুরুচিকর মনের পরিচয়। বাংলার মানুষ সব বুঝতে পারছে।"

ABOUT THE AUTHOR

...view details