পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জগদ্দলে গুলিবিদ্ধ যুবক, আটক 1 - One detained

ভোটপর্ব মিটতে না মিটতেই উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া ৷ আজ এক যুবক গুলিবিদ্ধ হওয়ায় ফের আতঙ্কিত সেখানকার বাসিন্দা ৷ নাম সাহিল মাহাত ৷

আক্রান্ত যুবক

By

Published : Jul 21, 2019, 9:01 PM IST

জগদ্দল, 21 জুলাই : জগদ্দলের কলাবাগান এলাকায় গুলিবিদ্ধ এক যুবক ৷ নাম সাহিল মাহাত ৷ বয়স 19 ৷ এই ঘটনায় বীরেন মণ্ডল নামে স্থানীয় এক যুবককে আটক করেছে জগদ্দল থানার পুলিশ ৷

দুপুরে খাওয়াদাওয়া সেরে ঘর থেকে বেরিয়ে যায় ভাটপাড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কলাবাগানের বাসিন্দা সাহিল মাহাত ৷ এর কিছুক্ষণ পরেই এক বন্ধু তার বাড়ি গিয়ে খবর দেয়, সাহিল গুলিবিদ্ধ হয়েছে ৷ তার ডান হাতে গুলি লেগেছে ৷ স্থানীয়রা তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেছে ৷ খবর পেয়ে সাহিলের মা সুনীতা মাহাত হাসপাতালে যায় ৷ পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাহিলকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

ভোটপর্ব মিটতে না মিটতেই উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া ৷ আজ সাহিলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ফের আতঙ্কিত সেখানকার বাসিন্দারা ৷ সাহিলের পরিবারের অভিযোগ, এই হামলায় স্থানীয় বীরেন মণ্ডল নামে এক যুবকের হাত রয়েছে ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে বীরেন মণ্ডলকে আটক করেছে পুলিশ ৷

সাহিলের মা বলেন, বীরেন মণ্ডল কলাবাগানেরই একটি জুটমিলে শ্রমিকের কাজ করে ৷ বিহার থেকে আগ্নেয়াস্ত্র এনে এখানে বিক্রিও করত ৷ অভিযোগ, বীরেনের এইসব কার্যকলাপের প্রতিবাদ করত সাহিল ৷ আর তার জেরেই গুলি করা হয়েছে তাকে ৷

পুলিশ ইতিমধ্যেই বীরেনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details