নৈহাটি, 4 মার্চ: নৈহাটিতে এক BJP কর্মীর উপর হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ আহত BJP কর্মীর নাম সঞ্জয় বিশ্বাস ৷ অভিযোগ, গতরাতে কাজ থেকে বাড়ি ফেরার সময় তৃণমূলের কয়েকজন এসে তাঁর উপর হামলা চালায় ৷ বন্দুকের বাঁট দিয়ে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ ৷ নৈহাটি স্টেট জেনেরাল হাসপাতালে চিকিৎসাধীন সঞ্জয় । নৈহাটি থানায় BJP-র তরফে অভিযোগ দায়ের হয়েছে ৷
বন্দুকের বাঁট দিয়ে BJP কর্মীর মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
নৈহাটিতে বন্দুকের বাঁট দিয়ে এক BJP কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। জখম BJP কর্মী নৈহাটি স্টেট জেনেরাল হাসপাতালে চিকিৎসাধীন। BJP-র গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই হামলা বলে পালটা দাবি তৃণমূলের।
জানা গেছে, সঞ্জয় BJP-র সদস্য হওয়ায় তাঁকে প্রায়ই উত্যক্ত করত তৃণমূলের কয়েকজন ৷দল পরিবর্তন করার জন্য চাপও আসছিল ৷ গত বছরের 23 জুলাই এই বিষয় নিয়েই সঞ্জয় ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে তৃণমূলের কয়েকজনের ঝামেলা হয় ৷ সঞ্জয়ের পরিবারের লোকরা তাদের বিরুদ্ধে মামলা করে ৷ অভিযোগ, সেই মামলা তুলে নেওয়ার জন্য চাপ আসছিল তৃণমূলের তরফে ৷ কিন্তু সঞ্জয়ের পরিবারের লোকরা মামলা তুলতে রাজি না হওয়ায় গতকাল হামলা চালানো হয় বলে অভিযোগ ৷
BJP নেত্রী ফাল্গুনী পাত্র সঞ্জয়কে দেখতে হাসপাতালে যান । অপর দিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ তাদের পালটা দাবি BJP-র গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই হামলা হয়েছে ৷