পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মদ্যপান করে গালিগালাজের প্রতিবাদ, মাথা ফাটানো হল বৃদ্ধের - head

বনগাঁর গান্ধিপল্লি এলাকায় প্রকাশ্যে মদ খেয়ে গালিগালাজের প্রতিবাদ করায় আক্রান্ত বৃদ্ধ।

আক্রান্ত বৃদ্ধ

By

Published : May 11, 2019, 8:58 AM IST

বনগাঁ, 11 মে : প্রকাশ্যে মদ্যপান করে গালিগালাজের প্রতিবাদ করায় মাথা ফাটানো হল এক বৃদ্ধের । বনগাঁর গান্ধিপল্লি এলাকার ঘটনা । আহত ব্যক্তির নাম শ্যাম পাল (65) । বর্তমানে তিনি বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

প্রতিবেশী গৌতম পাল ওরফে গোপী নামে এক যুবক প্রায়ই মদ খেয়ে এলাকায় গোলমাল করে । বৃহস্পতিবার রাতে গোপী মদ খেয়ে গালাগাল করতে থাকলে প্রতিবাদ করেন শ্যামবাবু । অভিযোগ, এরপর গতকাল সকালে তাঁর উপর চড়াও হয় গোপী। রড দিয়ে তাঁর মাথায় আঘাত করে । রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন শ্যামবাবু । গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথায় আটটি সেলাই পড়ে ।

আহতের ছেলে সুভাষ পাল বলেন, বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । কিন্তু অভিযুক্ত যুবক ঘটনার পর থেকেই পলাতক ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details