পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NIGHT CURFEW BARASAT: বারাসতে করোনাবিধি ভঙ্গকারীদের শিক্ষা দিতে পথে নামল পুলিশ

নাইট কার্ফু উপেক্ষা করে রাস্তা বেরনোর অভিযোগ উঠল উত্তর 24 পরগনার জেলা সদর বারাসতেই ৷ শেষমেশ আইনভঙ্গকারীদের শিক্ষা দিতে পথে নামল বারাসত থানার পুলিশ ।

NIGHT CURFEW BARASAT
বারাসতে আইনভঙ্গকারীদের শিক্ষা দিতে পথে নামল পুলিশ

By

Published : Aug 2, 2021, 9:49 PM IST

বারাসত, 2 অগস্ট: করোনার সংক্রমণ কমলেও রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেল্টা ও ইউকে ভ্যারিয়েন্ট । তারই মধ্যে আশঙ্কা রয়েছে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ারও । ফলে,সংক্রমণ ঠেকাতে রাজ্যে জারি হয়েছে নাইট কার্ফু । চলছে কড়া বিধিনিষেধও । তা সত্বেও বিধিনিষেধ অমান্য করাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে একশ্রেণীর মানুষের কাছে । নাইট কার্ফু উপেক্ষা করে অযথা রাস্তায় বেরনো, নিয়মের বাইরে দোকানপাট খুলে রাখার অভিযোগ উঠছিল খোদ জেলার সদর শহর বারাসতেই । কিছুতেই জনগণকে সচেতন করা যাচ্ছিল না । শেষমেশ আইনভঙ্গকারীদের শিক্ষা দিতে পথে নামল বারাসত থানার পুলিশ । নাইট কার্ফু কার্যকর করতে নাকা চেকিং চলল গুরুত্বপূর্ণ মোড়ে । পুলিশ সূত্রে খবর, নিয়মভঙ্গ করার অভিযোগে বারাসত শহর থেকে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে ।

করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে কার্যত বিপর্যস্ত হয়েছে গোটা দেশ । লাফিয়ে লাফিয়ে সংক্রমণ যেমন বেড়েছে, তেমনই মৃত্যুর তালিকাও ক্রমশ লম্বা হয়েছে । তবে গোটা দেশের সঙ্গে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সংক্রমণ কিছুটা হলেও কমেছে । সংক্রমণ কমলেও রাজ্যে কড়া বিধিনিষেধ জারি রয়েছে । বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে 15 অগস্ট পর্যন্ত করা হয়েছে । সেইসঙ্গে বলবৎ রয়েছে রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কার্ফুও ।

প্রশাসন সূত্রে খবর, রাজ্যে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও এখনও দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর 24 পরগণা জেলা । জেলা সদর বারাসতেও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ । সংক্রমণ বাড়ার পিছনে একশ্রেণীর মানুষের অসতর্কতাকেই দায়ী করছে বিশেষজ্ঞদের একাংশ । তাঁদের ধারণা, যেভাবে করোনার বিধিনিষেধ অমান্য করে বাজার ও রাস্তায় ভিড় করছেন আমজনতা, তাতে বিপদ বাড়ার আশঙ্কা রয়েছে । সেই কারণে সংক্রমণ ঠেকাতে বারাসতের 6টি বাজার খোলার সময়সীমা কমিয়ে এনেছে জেলা প্রশাসন । আগামী 14 দিন এই 6টি বাজার শুধুমাত্র সকাল সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকবে । সেইসঙ্গে প্রশাসনের নির্দেশে নাইট কার্ফু কার্যকর করতে কড়াকড়ি শুরু করেছে পুলিশ প্রশাসন ।

বারাসতে পথে পুলিশ

আরও পড়ুন: লাগাতার ধর্ষণে সন্তান প্রসব নাবালিকার, গ্রেফতার প্রতিবেশী বৃদ্ধ

এতকিছুর পরও একশ্রেণীর মানুষের মধ্যে সচেতনতার অভাব স্পষ্ট । নাইট কার্ফু উপেক্ষা করে দোকানপাট খুলে রাখা, অকারণে রাস্তায় বেরনো এগুলিই রবিবার রাতে বারাসত শহরে প্রত্যক্ষ করলেন পুলিশ কর্মীরা । ব্যবস্থাও নিলেন সঙ্গে সঙ্গে । পুলিশ সূত্রে জানা গিয়েছে,আইনভঙ্গ করার অভিযোগ বেশ কয়েকজন ব্যবসায়ীর পাশাপাশি সাধারণ মানুষকে গ্রেফতার করা হয়েছে । এই ধরণের অভিযান কিংবা নাকা চেকিং আগামী দিনেও চলবে । আইনভঙ্গ করলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details