বারাসত , 19 জানুয়ারি: যাত্রী সুরক্ষা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে রেল কর্তৃপক্ষকে। নিন্দুকদেরকে যোগ্য জবাব দিতে পূর্ব রেল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চালু হল 'অপারেশন সাথি'। বারাসত স্টেশন পরিদর্শনে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন পূর্ব রেলের জেনেরাল ম্যানেজার সুনীত শর্মা।
কী এই 'অপারেশন সাথি' ?
মূলত যাত্রী সুরক্ষার দিকে নজর রেখেই পূর্ব রেলের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে 'অপারেশন সাথি' ৷
গতকাল রাত ১১টা নাগাদ বিশেষ ট্রেনে বারাসত স্টেশন পরিদর্শনে আসেন পূর্ব রেলের জেনেরাল ম্যানেজার সুনীত শর্মা। সঙ্গে ছিলেন রেলের উচ্চপদস্থ কর্তারাও। বারাসত স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম পরিদর্শনের পাশাপাশি মডেল স্টেশনের কাজকর্ম খতিয়ে দেখেন তিনি। উদ্বোধনও করেন রেলের একটি হেলথ ইউনিটের। কথা বলেন সেখানকার চিকিৎসক এবং নার্সদের সঙ্গে। এরপর তিনি সোজা চলে যান RPF-এর কার্যালয়ে। সেখানকার আধিকারিকদের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা হয় তাঁর। তারপর সেখানে থেকে তিনি চলে আসেন বারাসত স্টেশনের ৪ ও ৫ নম্বর প্লাটফর্মে।
স্টেশন পরিদর্শনের পর সুনীতবাবু সাংবাদিকদের মুখোমুখি হন ৷ তিনি জানান যে ," যাত্রীদের কথা মাথায় রেখে একগুচ্ছ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে । তার অন্যতম হল 'অপারেশন সাথি'। যাত্রী সুরক্ষায় কোনও রকম শিথিলতা বরদাস্ত করা হবে না বলে তিনি সকলকে আশ্বাস্ত করেন । ট্রেনে পাথর ছোড়ার প্রসঙ্গে পূর্ব রেলের জেনেরাল ম্যানেজার বলেন," এ বিষয়ে মানুষকে আরও সচেতন হওয়া দরকার। মহিলা যাত্রীদের নিরাপত্তা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন যে, "ট্রেনে এমারজেন্সি বাটনও চালু করা হয়েছে মহিলা যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে।"
লোকাল ও দূরপাল্লার ট্রেনে চুরি, ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলায় রেলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা। এবিষয়ে প্রশ্ন করা হলে সুনীতবাবু বলেন," ট্রেনে অপরাধ রুখতে টোল ফ্রি নম্বর ও অপারেশন 'মদত' চালু করতে চলেছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
কী বলছেন সুনীত শর্মা ? দেখুন ভিডিয়োয়...