কৈখালি, 27 সেপ্টেম্বর:কৈখালিতে নিজের ফ্ল্যাটের মধ্যে রহস্যমৃত্যু মধ্যবয়সি এক মহিলার । ঘটনাস্থলে গিয়ে নগ্ন অবস্থায় মহিলার দেহ উদ্ধার করে এয়ারপোর্ট থানার পুলিশ । মৃতের নাম রানি সুরানা ৷ বয়স 40 বছর ৷ তিনি ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন ৷ রানি আগে বার ডান্সার ছিলেন বলে সূত্রের খবর ৷ ঘটনাটি ঘটেছে কৈখালির সংহতি পার্ক এলাকায় ৷ ওই ফ্ল্যাটের মালিক রিশা রায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসা হয়েছে এয়ারপোর্ট থানায় ।
জানা গিয়েছে, বুধবার সকালে মহিলার ফ্ল্যাটের দরজার নীচ থেকে চাপ চাপ রক্ত বেরিয়ে আসতে দেখে স্থানীয়রা । এরপর তারাই পুলিশে খবর দেয় ৷ কৈখালির সংহতি পার্ক এলাকার ফ্ল্যাটের ভেতর থেকে চাপ চাপ রক্ত বেরিয়ে আসছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে এয়ারপোর্ট থানার পুলিশ । তাঁরা এসে ওই ফ্ল্যাটের দরজায় ধাক্কা দেন। ধাক্কা দিতেই খুলে যায় ফ্ল্যাটের দরজা । পুলিশ আধিকারিকরা ফ্ল্যাটে ঢুকে দেখতে পান, বাথরুমের ভেতরে নগ্ন অবস্থায় পড়ে রয়েছে মধ্যবয়সি রানি সুরানা । তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷