ঠাকুরনগর, 21 মার্চ: নির্ভয়ার পর কামদুনির দোষীদের সাজার দাবিতে পথে নামল নাগরিক সমাজ ৷ দিল্লির নির্ভয়ার ঘটনায় দোষী 4 জনের ফাঁসি হয়েছে ৷ প্রায় একই সময় ঘটে যাওয়া উত্তর 24 পরগনার বারাসতের কামদুনির দোষীদের ফাঁসি এখনও কার্যকর হয়নি । এবার কামদুনির দোষীদের দ্রুত ফাঁসির দাবিতে আন্দোলনে নামল নাগরিক সমাজ । আজ ঠাকুরনগর স্টেশনে নাগরিক সচেতন মঞ্চের পক্ষ থেকে কামদুনির দোষীদের অবিলম্বে ফাঁসি দাবি তোলা হয় ।
কামদুনির দোষীদের ফাঁসির দাবি, পথে নাগরিক সমাজ - নাগরিক সমাজ
2012 সালের কামদুনির নির্যাতিতার পরিবার আজও পায়নি বিচার ৷ আদালত ফাঁসির সাজা ঘোষণা করলেও এখনও তা কার্যকর করা হয়নি ৷ ঠাকুরনগর স্টেশনে নাগরিক সচেতন মঞ্চের পক্ষ থেকে কামদুনির দোষীদের অবিলম্বে ফাঁসি দাবি তোলা হয় আজ
2012 সালের 16 ডিসেম্বর দিল্লির নির্ভয়ার ঘটনা ঘটেছিল । ঠিক তার কয়েক মাস আগে বারাসতের কামদুনিতে ঘটেছিল আরেক ঘৃণ্য ঘটনা । দুই গণধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে তোলপাড় হয় গোটা দেশ । 2012 সালের 7 জুন এক কলেজের ছাত্রী পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন । বাড়ি থেকে এক কিলোমিটার দূরে পাঁচিল দিয়ে ঘেরা একটি পরিত্যক্ত কারখানার মধ্যে তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন করা হয় । দোষীদের শাস্তির দাবিতে গণ আন্দোলনে তোলপাড় হয়ে ওঠে গোটা দেশ । 2016 সালে কলকাতার নগর দায়রা আদালত ঘটনায় তিন জনকে ফাঁসির নির্দেশ দেয় । বাকি তিন জনের যাবজ্জীবন সাজা দিয়েছিল আদালত । কিন্তু নিম্ন আদালতের সেই রায় এখনও কার্যকর হয়নি । আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দোষীরা উচ্চ আদালতে যায় । ফলে আজও বিচার পেল না কামদুনির নির্যাতিতার পরিবার ।
দোষীদের অবিলম্বে ফাঁসি কার্যকর করার দাবিতে পথে নামল নাগরিক সমাজ । ঠাকুরনগর নাগরিক সচেতন মঞ্চ আজ দোষীদের ফাঁসি কার্যকর করার জোরাল দাবি তোলে । মঞ্চের সম্পাদক আইনজীবী লিটন মৈত্র বলেন, ‘‘দিল্লির নির্ভয়া কাণ্ডে দোষী চার জনের ফাঁসি হয়েছে । প্রায় একই সময় কামদুনির ঘটনা ঘটেছিল । ধনঞ্জয় চট্টোপাধ্যায়কেও ফাঁসি দেওয়া হয়েছিল । তা হলে কামদুনির দোষীদের ফাঁসির সাজা দিতে দেরি কেন? আমরা চাই অবিলম্বে দোষীদের ফাঁসি কার্যকর করা হোক।’’ নাগরিক মঞ্চের সদস্যা দোলন ভৌমিক বলেন, ‘‘বারাসতের কামদুনিতে যে ঘটনা ঘটেছিল, আমরা চাই সেই দোষীদেরও দ্রুত ফাঁসি দেওয়া হোক । আদালত ফাঁসির সাজা ঘোষণা করলেও এখনও তা কার্যকর করা হয়নি । দোষীদের দ্রুত ফাঁসি দিয়ে সমাজকে জঞ্জাল মুক্ত করা হোক ।’’