গোবরডাঙা, 27 মে : বাবা বিদেশে ঠিকাশ্রমিকের কাজ করেন । সেলাইয়ের কাজ করে সংসারকে আরও একটু স্বচ্ছল করতে চান মা লিপিকা মণ্ডল । গোবরডাঙায় ভাড়াবাড়িতে মায়ের সঙ্গে থাকে মৃণ্ময় । আর পাঁচজনের মতো বিষয়ভিত্তিক কোনও গৃহশিক্ষক ছিল না মৃণ্ময়ের । ভরসা বলতে শুধুমাত্র স্কুলের শিক্ষক, তাও বিষয় প্রতি একজন । এই প্রতিকূলতার মধ্যেই 494 নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েছে গোবরডাঙার মৃণ্ময় মণ্ডল ।
গোবরডাঙা খাঁটুরা হাইস্কুলের ছাত্র মৃণ্ময়। আদি বাড়ি স্বরূপনগর পুবালির নিমতালায়। তার প্রাপ্ত নম্বর পদার্থবিদ্যায় 99, গণিতে 99, রসায়নে 100, জীববিদ্যায় 99, ইংরেজি 97 ও বাংলায় 82 । এই বিষয়ে প্রশ্ন করা হলে মৃণ্ময় বলে, "এইরকম রেজ়াল্ট আশা করিনি । খুব ভালো লাগছে । তবে আমার মনে হয় ভয় না পেয়ে পড়া ভালো ।" গৃহশিক্ষকের বিষয়ে প্রশ্ন করা হলে মৃণ্ময় বলে, "কোনও গৃহশিক্ষক ছিল না । স্কুলের শিক্ষকদের কাছে পড়েছি । সব বিষয়ে একজন করে ছিলেন । শিক্ষকরা অর্থনৈতিকভাবেও সাহায্য করেছেন।"