বারাসত, 25 সেপ্টেম্বর: বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তীকে 'গুল দেওয়ার রাজা' বলে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের অভিনেতা-বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। শনিবার বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলন করে মিঠুন দাবি করেছিলেন, "আমার সঙ্গে শাসকদলের 21 জন বিধায়কের সরাসরি যোগাযোগ রয়েছে । আগেও বলেছি । আবারও বলছি । শুধু অপেক্ষা করুন ।" সেই দাবি প্রসঙ্গে রবিবার চিরঞ্জিত (Chiranjeet Mocks Mithun) বললেন, "ও গুল দেওয়ার রাজা ৷ " মিঠুনের এই মন্তব্যের জন্য তাঁকে বিঁধতে ছাড়েননি তৃণমূলের অপর নেত্রী তথা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ৷ তিনি আবার বাংলার 'মহাগুরু'কে মানসিক রোগী বলে কটাক্ষ করেছেন ৷
রবিবার বারাসতে এক কর্মসূচিতে যোগ দেন তৃণমূলের তারক বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী । কর্মসূচি শেষে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) দাবি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তাতে গুরুত্ব দেননি তিনি । উলটে মিঠুনকে 'গুলের রাজা'-বলে কটাক্ষ করেন চিরঞ্জিত । তাঁর কথায়,"মিঠুন কেন ঘনঘন বাংলায় আসছেন তা বুঝতে পারছি না । পশ্চিমবঙ্গ তৃণমূলের শক্ত ঘাঁটি । এখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন । তাই মিঠুনের আসাতে বিশেষ কোনও লাভ হবে না বিজেপির ৷" তৃণমূল বিধায়ক আরও বলেন, "মিঠুনকে ফোন করে দেখব, ও যদি আমাকে নামগুলো দিয়ে দেয় । তাহলেই বুঝতে পারব কী হচ্ছে ৷"