পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Migrant Worker Death: ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু দেগঙ্গার শ্রমিকের - MIGRANT WORKER FROM DEGANGA DIES IN MAHARASHTRA

মহারাষ্ট্রের রত্নাগিরিতে বরফ কারখানায় কাজ করতে গিয়ে মৃত্যু হল দেগঙ্গার এক শ্রমিকের ৷ শারদোৎসবের আগেই কার্যত বিষাদের সুর গোটা গ্রাম জুড়ে (Migrant Worker Death) ৷

Migrant Worker Death
দেগঙ্গার শ্রমিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

By

Published : Sep 4, 2022, 2:26 PM IST

দেগঙ্গা, 4 সেপ্টেম্বর: ভিন রাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু হল বাংলার এক পরিযায়ী শ্রমিকের (Migrant Worker Death)। নিহতের নাম ইমরান হোসেন (21)। কর্মরত অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ শনিবার সন্ধ্যায় এই খবর দেগঙ্গার ফাজিলপুর গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন নিহতের পরিবারের লোকেরা ।

উত্তর 24 পরগনার দেগঙ্গার যুবক ইমরান হোসেন কাজের তাগিদে পাড়ি দিয়েছিলেন মহারাষ্ট্রে ৷ রত্নাগিরিতে একটি বরফের কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন তিনি । সেখানেই কাজ করতে গিয়ে কোনওভাবে বিদ্যুৎপৃষ্ট হন ইমরান । বিদ্যুতের শক খেয়ে সংজ্ঞা হারায় সে । তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি তাঁকে । ইমরানকে মৃত বলে তৎক্ষণাৎ ঘোষণা করেন চিকিৎসকরা ।

দেগঙ্গার শ্রমিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

আরও পড়ুন:জয়পুর থেকে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ পরিযায়ী শ্রমিক ! দুশ্চিন্তায় পরিবার

জানা গিয়েছে, দেগঙ্গার ফাজিলপুর গ্রামে এক চিলতে মাটির বাড়িতে বৃদ্ধ বাবা-মাকে নিয়ে বসবাস ইমরানের । বয়সের কারণে বাবা আবু বাশার সেভাবে আর কাজ করতে পারেন না । কোনও রকমে সংসার চলত পরিবারের । পরিবারে আর্থিক কষ্ট দূর করতেই কয়েক মাস আগে মহারাষ্ট্রের ওই বরফ কারখানায় শ্রমিকের কাজে যোগ দেন ৷ রোজগারের আয় থেকে কিছু টাকা দেগঙ্গার গ্রামের বাড়িতে পাঠাচ্ছিলেন ইমরান । আশা ছিল, মাটির বাড়ি পাকা করার । কিন্তু তার আগেই এক লহমায় সবকিছু শেষ । তাঁর দেহ মহারাষ্ট্রে থেকে এই রাজ্যে নিয়ে আসতে ইতিমধ্যে তৎপর হয়েছে স্থানীয় প্রশাসন ।

এই বিষয়ে নিহত যুবকের বাবা আবু বাশার বলেন, "গত বৃহস্পতিবার কারখানার দোতলায় উঠে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় ইমরান । তারপর আর জ্ঞান ফেরেনি ছেলের । শনিবার সন্ধ্যার দিকে কারখানা কর্তৃপক্ষের তরফে বলা হয়, ইমরান বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছে । একথা শুনে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড় । এখন কীভাবে সংসার চলবে সেটাই ভাবছি ৷"

আরও পড়ুন:প্রত্যাখ্যাত স্বাস্থ্যসাথী কার্ড ! বিনা চিকিৎসায় পঙ্গুত্বের মুখে মালদার পরিযায়ী শ্রমিক

এদিকে মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে শনিবার রাতে নিহতের বাড়িতে ছুটে যান উত্তর 24 পরগনা জেলাপরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা স্থানীয় তৃণমূল নেতা একেএম ফারহাদ । নিহতের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি পরিবারের পাশে সবরকমভাবে থাকার আশ্বাস দিয়েছেন তিনি । অন্যদিকে, নিহতের পরিবারকে এগারো লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে আর্থিকভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছে কারখানা কর্তৃপক্ষ ।

ABOUT THE AUTHOR

...view details