পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অধিকাংশ কাউন্সিলর না আসায় ফের বাতিল বৈঠক, চাপে অর্জুন সিং - bjp

ভাটপাড়া পৌরসভার ভোট অন অ্যাকাউন্ট বাজেট বৈঠকে এলেন না অধিকাংশ কাউন্সিলর। ফলে, বাতিল হয়ে গেল বৈঠক। চাপে অর্জুন সিং, মনে করছে রাজনৈতিক মহল।

ছবি-বৈঠকে গরহাজির অধিকাংশ কাউন্সিলর

By

Published : Mar 28, 2019, 2:50 AM IST

ব্যারাকপুর, ২৮ মার্চ : অধিকাংশ কাউন্সিলর উপস্থিত না থাকায় বাতিল হয়ে গেল ভাটপাড়া পৌরসভার ভোট অন অ্যাকাউন্ট বাজেট বৈঠক। ফলে, আরও জটিলতা বাড়ল পৌরসভায়। পৌরসভার চেয়ারম্যান হিসেবে অর্জুন সিং আগামীদিনে কতটা আস্থা অর্জন করতে পারবেন তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কারণ, এই বৈঠক ডেকেছিলেন পৌরসভার চেয়ারম্যান নিজেই।

সম্প্রতি তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান অর্জুন সিং। এর পর থেকেই পৌরসভার বোর্ড নিয়ে তৈরি হয়েছে জটিলতা। পৌরসভায় ৩৫টি ওয়ার্ড। এরমধ্যে একজন তৃণমূল কাউন্সিলরের মৃত্যু হয়েছে। ফলে, বর্তমানে কাউন্সিলর সংখ্যা ৩৪। এর মধ্যে ৩৩জন তৃণমূল এবং একজন CPI(M) কাউন্সিলর।

অর্জুন সিংয়ের দল বদলের পর এই কাউন্সিলররা দুই ভাগে ভাগ হয়ে যান। ২২ জন কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন। তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ২০ মার্চ চেয়ারম্যান কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছিল। সেখানে অধিকাংশ কাউন্সিলর অনুপস্থিত ছিলেন। ফলে, সেই বৈঠক বাতিল হয়ে যায়। গতকালও ভোট অন অ্যাকাউন্ট বাজেট বৈঠকে একই চিত্র দেখা গেল। পরপর দুটি বৈঠকে অধিকাংশ কাউন্সিলর অনুপস্থিত থাকায় চেয়ারম্যান অর্জুন সিং বিপাকে পড়তে চলেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

ভিডিয়োয়-অর্জুন সিংয়ের বক্তব্য

এদিকে অর্জুন সিং এবং পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ভাস্কর চক্রবর্তী দাবি করেন, নির্বাচনী আচরণবিধি চালু থাকায় এবং জেলাশাসক বৈঠকের অনুমতি না দেওয়ায় বাতিল করা হয়েছে বৈঠক। নির্বাচন হয়ে যাওয়ার পরে এই বৈঠক করা হবে। তাহলে প্রশ্ন থেকে যায়, নির্বাচনী আচরণবিধি চালু থাকা সত্ত্বেও কেন ডাকা হল এই বৈঠক? বৈঠক ডাকা হয়েছিল, কিন্তু বাতিল হওয়ার কথা কাউকে জানানো হয়নি। তা সত্ত্বেও কেন এলেন না কোনও কাউন্সিলর। তাহলে কি কাউন্সিলরদের মধ্যে অধিকাংশই অর্জুন সিংয়ের বিপক্ষে রয়েছেন? উঠছে প্রশ্ন।

এদিকে রাজনৈতিক দড়ি টানাটানির মাঝে পড়ে পৌরসভার স্বাস্থ্য, জল, বিদ্যুৎ, সাফাইয়ের মতো জরুরি পরিষেবাগুলি ব্যাহত হচ্ছে বলে অভিযোগ।

ABOUT THE AUTHOR

...view details