বিধাননগর, 28 জুন : নিজেরই পৌরসভার কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনি নির্মাণে মদত দেওয়ার অভিযোগ আনলেন সব্যসাচী দত্ত । অভিযোগ, টাকার লেনদেনের বিনিময়ে রাজারহাট গোপালপুর পৌরসভার প্ল্যানে বিধাননগরের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বোসের এলাকায় বেআইনি নির্মাণ চলছে রমরমিয়ে ।
বিধাননগর পৌরসভার কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ সব্যসাচীর - bidhannagar
নিজেরই পৌরসভার কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনি নির্মাণে মদত দেওয়ার অভিযোগ আনলেন সব্যসাচী দত্ত ।
বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত কৈখালী ও সংলগ্ন এলাকায় একাধিক পুকুর ভরাট ও বহু বেআইনি নির্মাণের অভিযোগের বিষয়টি বৃহস্পতিবার সাংবাদিকদের জানান । এরপর সাংবাদিকরা মেয়রকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, ইতিমধ্যেই ইঞ্জিনিয়ররা তদন্ত শুরু করেছেন । প্রাথমিক তদন্তে বেআইনি নির্মাণের প্রমাণ পাওয়া গেছে । বিষয়টি বিধাননগরের পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা, অতিরিক্ত পুলিশ কমিশনার রণেন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের ADG(আইনশৃঙ্খলা) ও বিধাননগরের প্রাক্তন পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংহকে জানানো হয়েছে । পাশপাশি মেয়র জানান, বাগুইআটির IC-কে এই ঘটনার তদন্তের দায়ভার দেওয়া হয়েছে ।
বেআইনি নির্মাণের বিষয়ে সব্যসাচী দত্তকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "একটি ফ্ল্যাটের প্ল্যানের মেয়াদ তিন বছর থাকে । এর মধ্যে নির্মাণ শেষ না হলে নতুন প্ল্যান তৈরি করে কাজ শুরু করতে হয় । আমি 2015 সালের 16 অক্টোবর মেয়র পদে শপথ নিয়েছিলাম । তারপর থেকে আমি এই ধরনের কোনও প্ল্যানে আর সই করিনি । যে প্ল্যানগুলি বৈধ সেগুলির মেয়াদ ফুরিয়েছে । তাই নতুন প্ল্যান ছাড়া ওই নির্মাণগুলি করা যাবে না । অনেক ক্ষেত্রেই 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে সই জালের অভিযোগ রয়েছে । এই অভিযোগের সত্যতা যাচাই করার জন্য পুলিশকে জানিয়েছি । পুলিশ পুলিশের কাজ করছে।"