পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুল্ক দপ্তরের অফিসার পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেপ্তার যুবক

দিন পনেরো আগে বনগাঁ মনিগ্রামের এক বাসিন্দার কাছে আদালতের মুহুরির পরিচয় দিয়ে শুল্ক দপ্তরের আটক হওয়া গাড়ি কম দামে বিক্রির কথা বলে । ওই ব্যক্তি সুমনকে 20 হাজার টাকা দেয় বলে অভিযোগ ৷ টাকা নিয়ে সে গা ঢাকা দিয়েছিল ।

অভিযুক্ত

By

Published : Sep 3, 2019, 7:35 PM IST

বনগাঁ, 3 সেপ্টেম্বর: শুল্ক দপ্তরের অফিসার সেজে কম দামে গাড়ি দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণা । বনগাঁ থানার পুলিশের জালে প্রতারক সুমন সাধু৷ তাঁর বাড়ি বনগাঁ থানার আমলাপাড়া এলাকায় । পুলিশ জানিয়েছে, ধৃত সুমন আগেও শুল্ক দফতরের আধিকারিক সেজে প্রতারণা করে গ্রেফতার হয়েছিল৷ বর্তমানে জামিনে মুক্ত ছিল সুমন ।

দিন পনেরো আগে বনগাঁ মনিগ্রামের এক বাসিন্দার কাছে আদালতের মুহুরির পরিচয় দিয়ে শুল্ক দপ্তরের আটক হওয়া গাড়ি কম দামে বিক্রির কথা বলে । ওই ব্যক্তি সুমনকে 20 হাজার টাকা দেয় বলে অভিযোগ ৷ টাকা নিয়ে সে গা ঢাকা দিয়েছিল ।

অভিযোগ পেয়ে তদন্তে নেমে বনগাঁ থানার পুলিশ ৷ সোমবার রাতে মতিগঞ্জ এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয় ৷ ধৃতকে মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় । বিচারক তাকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details