বনগাঁ, 3 সেপ্টেম্বর: শুল্ক দপ্তরের অফিসার সেজে কম দামে গাড়ি দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণা । বনগাঁ থানার পুলিশের জালে প্রতারক সুমন সাধু৷ তাঁর বাড়ি বনগাঁ থানার আমলাপাড়া এলাকায় । পুলিশ জানিয়েছে, ধৃত সুমন আগেও শুল্ক দফতরের আধিকারিক সেজে প্রতারণা করে গ্রেফতার হয়েছিল৷ বর্তমানে জামিনে মুক্ত ছিল সুমন ।
শুল্ক দপ্তরের অফিসার পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেপ্তার যুবক - Cheating
দিন পনেরো আগে বনগাঁ মনিগ্রামের এক বাসিন্দার কাছে আদালতের মুহুরির পরিচয় দিয়ে শুল্ক দপ্তরের আটক হওয়া গাড়ি কম দামে বিক্রির কথা বলে । ওই ব্যক্তি সুমনকে 20 হাজার টাকা দেয় বলে অভিযোগ ৷ টাকা নিয়ে সে গা ঢাকা দিয়েছিল ।
অভিযুক্ত
দিন পনেরো আগে বনগাঁ মনিগ্রামের এক বাসিন্দার কাছে আদালতের মুহুরির পরিচয় দিয়ে শুল্ক দপ্তরের আটক হওয়া গাড়ি কম দামে বিক্রির কথা বলে । ওই ব্যক্তি সুমনকে 20 হাজার টাকা দেয় বলে অভিযোগ ৷ টাকা নিয়ে সে গা ঢাকা দিয়েছিল ।
অভিযোগ পেয়ে তদন্তে নেমে বনগাঁ থানার পুলিশ ৷ সোমবার রাতে মতিগঞ্জ এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয় ৷ ধৃতকে মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় । বিচারক তাকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন ।