হিঙ্গলগঞ্জ, ২০ ফেব্রুয়ারি : ফের গুজবের জেরে এক ব্যক্তিকে গণপিটুনি দিল জনতা। কিডনি পাচারকারী সন্দেহে তাকে গণপিটুনি দেওয়া হয়। ঘটনাটি হিঙ্গলগঞ্জের বাঁকড়া গ্রামের। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে।
কিডনি পাচারকারি সন্দেহে গণপিটুনি, পুলিশের গাড়ি ভাঙচুর - police
ফের কিডনি পাচারকারী সন্দেহের জেরে এক ব্যক্তিকে গণপিটুনি দিল জনতা। ঘটনাটি হিঙ্গলগঞ্জের বাঁকড়া গ্রামের। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে।
স্থানীয় গ্রামবাসী
ওই ব্যক্তিকে জনতা তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। পুলিশ সেই দাবি না মানায়
সুন্দরবনের বিভিন্ন এলাকায় এখন ছেলেধরা, কিডনিপাচারকারী নিয়ে সোশাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে। গতরাতে বাঁকড়া গ্রামে কিডনিপাচারকারী সন্দেহে ৫০ বছরের এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়। অভিযোগ, ওই অপরিচিত ব্যক্তি একটি ছুরি নিয়ে গ্রামে ঘুরছিল। এরপরই গ্রামবাসীরা তাকে ধরে গণধোলাই দেয়। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।