পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বকেয়া টাকা নিয়ে বচসা, ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ - beaten to death

বকেয়া টাকা নিয়ে এলাকার ব্যবসায়ীদের সঙ্গে বচসা । আর তখনই লোহার রড দিয়ে মজিদকে মেরে ফেলার অভিযোগ উঠল । বসিরহাটের কে কে মার্কেটের ঘটনা ।

ছবিটি প্রতীকী

By

Published : May 16, 2019, 5:49 AM IST

বসিরহাট, 16 মে : বকেয়া টাকা শোধ না করায় ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল । মৃতের নাম মজিদ খান (40) । বসিরহাট থানার 11 নম্বর ওয়ার্ডের কে কে মার্কেট এলাকার ঘটনা ।

মজিদের বাড়ি বসিরহাট পৌরসভার মহামায়া কলোনিতে । পেশায় রাজমিস্ত্রি । গতকাল বিকেলে মজিদ কে কে মার্কেটে আসেন । বকেয়া টাকা দেওয়ার জন্য কয়েকজন ব্যবসায়ী তাঁকে ঘিরে ধরে । তাঁদের মধ্যে বচসা বাধে । অভিযোগ, সেইসময় লোহার রড দিয়ে তাঁকে বেধড়ক মারধর করে ওই ব্যবসায়ীরা । আর তাতেই মজিদের মৃত্যু হয় । যদিও পরিবারের অভিযোগ, পরিকল্পনা করেই মজিদকে খুন করা হয়েছে । বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায় ।

পুলিশের প্রাথমিক অনুমান, বকেয়া টাকা নিয়ে বিবাদের জেরেই মজিদের মৃত্যু হয়েছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details