সামশেরনগর (উত্তর 24 পরগনা), 29 নভেম্বর: নজিরবিহীন ঘটনা ঘটল উত্তর 24 পরগনার (North 24 Parganas) হিঙ্গলগঞ্জের সামসেরনগরে ৷ মঙ্গলবার এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) বক্তব্য রাখতে গিয়ে আবার বসে পড়েন নিজের আসনে ৷ কয়েক হাজার শীতবস্ত্র মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মধ্যে বিলি করার পাঠিয়েছিলেন ৷ কিন্তু অনুষ্ঠান মঞ্চে তা না পৌঁছানোয় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী ৷ শীতবস্ত্র না এলে তিনি অপেক্ষা করবেন বলেও জানান ৷ তিনি বলেন, ‘‘যতক্ষণ শীতবস্ত্র না আসবে আপনারা বসুন, আমিও বসলাম ৷’’
প্রশাসন সূত্রে খবর, ওই এলাকার মানুষের জন্য 15 হাজার শীতবস্ত্রের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী ৷ তা তিনি জেলাশাসকের মাধ্যমে পাঠান ৷ জেলাশাসক সেগুলিকে সংশ্লিষ্ট বিডিও অফিসে পাঠিয়ে দেন ৷ কিন্তু সেখান থেকে অনুষ্ঠান মঞ্চে আর পাঠানো হয়নি ওই শীতবস্ত্র ৷ আর সেই নিয়েই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী ৷ কেন তা পাঠানো হয়নি, সেই প্রশ্ন তোলেন তিনি ৷
মমতা বলেন, ‘‘এই ধরনের ব্যবহার আমি আশা করিনি ৷ আমি এই শীতবস্ত্রগুলি এনেছিলাম পুজোর উপহার হিসেবে ৷ সেগুলিকে এই মঞ্চ থেকেই দেওয়া উচিত ছিল ৷ সেগুলি কেন বিডিও অফিসে পাঠানো হল ?’’ এর পর উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা বসুন, আমিও বসলাম ৷ যতক্ষণ না পর্যন্ত ওই শীতবস্ত্রগুলি এখানে না নিয়ে আসা হচ্ছে ৷ আমি এখানে বসে থাকব ৷’’