পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধর্ম মানে চোখে অন্ধত্বের ঠুলি নয় : মমতা - tmc

ধর্ম নিয়ে তিনি কী ভাবেন? বরানগরের অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ছবি-মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Mar 26, 2019, 2:54 AM IST

ব্যারাকপুর, ২৬ মার্চ : "ধর্ম মানে ধর্মান্ধতা নয়, চোখে একটা অন্ধত্বের ঠুলি নয়। ধর্ম একটা হৃদয়ের সাগর। যে যেভাবে ধর্মকে দেখে। যার যার ধর্ম আপনার।"

ভিডিয়োয় শুনুন-মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

গতকাল উত্তর ২৪ পরগনার বরানগরে ঠাকুর সীতারাম রাম দাস ওঙ্কারনাথ প্রতিষ্ঠিত মহামিলন মঠে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওঙ্কারনাথদেবের গুরুদেব ঠাকুর দাশরথি দেব যোগেশ্বরের ১৩৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ওই অনুষ্ঠান ছিল।

সেখানে মুখ্যমন্ত্রী সংহতি ও ঐক্য রক্ষার বার্তা দিয়ে বলেন, "এরাজ্যে সর্বধর্ম সমন্বয়ের মানুষের বসবাস। এখানে কোনও বিভেদ নেই। মানুষের সভ্যতাই মানুষকে পথ দেখায়। বাংলাই পারে সভ্যতার নবজাগরণ সৃষ্টি করতে।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details